বিনোদন – টলিপাড়ায় তারকাদের পার্টি এখন প্রায় রোজকার ঘটনা। সপ্তাহান্ত মানেই কোথাও না কোথাও বসে তারকাদের হাউজ পার্টি বা ঘরোয়া আড্ডা। দুর্গাপুজোর পর বিজয়ার সময় যেমন বিভিন্ন তারকার বাড়িতে উৎসবের আমেজে আড্ডা জমে উঠেছিল, তেমনই দীপাবলির সময়েও আবারও এমনই এক আনন্দের আসর বসেছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে।
রাজ-শুভশ্রীর ঘরোয়া পার্টি মানেই সেলেবদের মিলনমেলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। খাওয়া-দাওয়া, আড্ডা, গান-বাজনা—সব মিলিয়ে এক জমজমাট রাত কাটালেন টলিপাড়ার তারকারা। উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, পিয়া চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরীসহ আরও অনেকে। এককথায়, ইন্ডাস্ট্রির অর্ধেকই যেন এক ছাদের নীচে একত্রিত হয়েছিল।
রাজ চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া পেজে ওই রাতের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, সবাই গিটার ও কাহনের তালে গাইছেন “যাহা তেরি ইয়ে নজর হ্যায়…”। গিটার বাজাচ্ছেন পরমব্রত, কাহন বাজাচ্ছেন যিশু, আর বসে বসেই নাচে যোগ দিয়েছেন পিয়া ও শুভশ্রী। হঠাৎই ইন্দ্রদীপ দাশগুপ্তকে অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে নাচতে দেখা যায়, তাঁদের সেই মজার রসায়ন দেখে বাকিরাও হেসে উঠেছেন। পরিবেশ ছিল হাসি-মজায় ভরপুর।
যদিও প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে টলি সেলেবরা ইন্ডাস্ট্রির ‘একতা’র কথা বলেন, অনেকেই আবার তা নিয়ে প্রশ্ন তোলেন। কারও মতে, এসব হাউজ পার্টি কেবল লোক দেখানো। বাস্তবে বন্ধুত্ব কতটা গভীর, সেটা কেবল তারকারাই জানেন। তবুও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন মুহূর্তগুলো দেখে ভক্তদের আনন্দে ভরে উঠেছে মন।




















