ফিরহাদ হাকিমের হাতে উদ্বোধন হলো নিউটাউনের হ্যাঙ্গ আউট জোন

ফিরহাদ হাকিমের হাতে উদ্বোধন হলো নিউটাউনের হ্যাঙ্গ আউট জোন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফিরহাদ হাকিমের হাতে উদ্বোধন হলো নিউটাউনের হ্যাঙ্গ আউট জোন। উদ্বোধনে উপস্থিত ছিলেন এনকেডিএ এর চেয়ারম্যান দেবাশীষ সেন সহ হিডকো এবং এনকেডিএ আধিকারিকরা।

 

সারাদিনের কর্ম ব্যস্ততা, সে ঘরে হোক বা বাইরে। নারী হোক বা পুরুষ। বাড়িতে বসে সকলের একঘেয়ামি জীবনযাত্রা। তার থেকে কিছুটা স্বস্তি দিতে নিউটাউন এনকেডিএ তরফ থেকে নতুন উদ্যোগ। নিউটাউন ক্লক টাওয়ার সংলগ্ন জায়গায় করা হয়েছে হ্যাঙ্গ আউট জোন বা কমিউনিটি জোন। যেখানে থাকছে ফুড জোন, বসার জায়গা, দাবা খেলার জায়গা, পথ নাটিকার জায়গা, প্রখর রোদে বসার জন্য ছাউনি করা হয়েছে, প্লে গ্রাউন্ড করা হয়েছে, বাচ্চাদের খেলার জন্য রাইডের ব্যবস্থা। বসে গল্প করার জন্য বসার জায়গা। থাকছে গান বাজনার জন্য ব্যবস্থা, সন্ধ্যের পর নিউটাউন বাসী বৃদ্ধ বৃদ্ধারা এখানে বসে আড্ডা ও গান উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি মনোরম পরিবেশে সান্ধ্য ভ্রমন করতে পারবেন।রাস্তার ওপর রং দিয়ে নানা কারুকার্য করা হয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে।

আরও পড়ুন – রাজভবন চলো ডাক অধীর রঞ্জন চৌধুরীর

আজ হ্যাঙ্গ আউট জোন বা কমিউনিটি জোন এর উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, এনকেডিএ এর চেয়ারম্যান দেবাশীষ সেন সহ হিডকো এবং এনকেডিএ এর আধিকারিকরা। এই উপলক্ষে ফুড ট্রাক ফেস্টিভাল এবং ফুটসাল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। ৩ জুন থেকে ৫ জুন পর্যন্ত চলবে।

 

ফিরহাদ হাকিম বলেন, এটা দারুন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন একটা মর্ডান সিটি। সেই জন্য নিউটাউন টা ক্রিয়েট করেছি আমরা। তাতে ইকোপার্ক, এতগুলো ইউনিভার্সিটি, তাতে কনভেনশন সেন্টার যেটা ভারতবর্ষের কোথাও নেই, এতগুলো পার্ক, ওয়াক্স মিউজিয়াম, আজকে এটা এড করলাম। এটা একটা ইয়াং ছেলেমেয়েদের পক্ষে আড্ডা জোন, একটা টাইম পাস জোন, ফুড জোন যেখানে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই খাবো। একটাই দুঃখ বয়স কালে আমরা কেন পেলাম না। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি বলে আমরাও পাইনি। এখনকার পরের প্রজন্মকে শুভেচ্ছা জানাই তারা এসব সুবিধা গুলো পাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top