হ্যাম রেডিওর মাধ্যমে হারানো ছেলে ফিরে পেল মা। করোনার আরটিপিসি আর টেস্ট তথ্য-প্রমাণ দিয়ে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে নিয়ে গেল কুমার পরিবার। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীবাড়ি ঘটনা।
গত ৩, মাস আগে নিখোঁজ হয় বছর পঁচিশের যুবক কমলকুমার। পেশায় শ্রমিক সে। বাড়ি বিহারের বক্সার জেলার, ব্রহ্মপুর গ্রামে। কাজে বেরিয়ে বাড়ি ফেরে না যুবক। পরিবারের লোক নিজের আত্মীয় ও অন্যান্য জায়গা কোনো খোঁজ না পেয়ে স্থানীয় থানায় যুবকের ছবি মোবাইল নাম্বার দিয়ে নিখোঁজের অভিযোগ করেন যুবকের প্রিবার। তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গত তিনদিন ধরে হারানো যুবক কমল হিঙ্গলগঞ্জ বাজার এলাকায় ঘোরাঘুরিকরতে দেখে সমাজসেবী সুশান্ত ঘোষ এর নজরে আসে। তারপর যুবককে পেট ভরে খাইয়ে চিকিৎসকের কাছে গিয়ে সুস্থ করে তোলে। এরপর জানতে পারে তার বাড়ি বিহারের বক্সার জেলার ব্রহ্মপুর গ্রামে। এই খবর পশ্চিমবাংলার হ্যাম রেডিও সম্পাদক অম্বরিশ নাথ বিশ্বাসের কাছে তার ছবি ঠিকানা পৌঁছে যায়।
আর ও পড়ুন রাজ্যে করোনা বিধি নিষেধ জারি থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত
তারপর বক্সার জেলা স্থানীয় থানায় হ্যামরেডিও এর মাধ্যমে যোগাযোগ শুরু করেন তিনি। নিখোঁজ যুবকের ছবি দেখে পরিবার সদস্য অর্থাৎ মা রাবড়ি দেবী চিনতে পারেন যে, ওই ছবি হারিয়ে যাওয়া ছেলে কমল। এরপর তারা যোগাযোগ করে সোজা গন্তব্যস্থল উত্তর ২৪, পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ বাজারে চলেয়াসেন তারা। শনিবার দুপুর বেলা নিখোঁজ যুবকের দাদা রাধেকুমার, পরিবারের আত্মীয়-স্বজনকে এনে ভাইকে চিহ্নিত করেন তারা এবং উপযুক্ত প্রমাণ ও করোনা আর পিসিআর টেস্ট এর রিপোর্ট, তথ্য প্রমাণ দিয়ে নিখোঁজ যুবকের বাড়ি নিয়ে যায়।
প্রথমে বাসে তারপরে হাসনাবাদ লোকাল ধরে সোজা শিয়ালদা। সেখান থেকে হাওড়া। তারপরে বিহারের ট্রেন ধরে বাড়ি ফেরার পথে। হারানো ভাইকে পেয়ে যেমন দাদা তেমনি পরিবারের সকলে খুশি। অন্যদিকে ছেলেকে ফিরে পেয়ে মা ধন্যবাদ দিয়েছে হ্যাম রেডিওকে। উল্লেখ্য, গত ২৫, বছরে উত্তর ২৪ পরগনায় সুন্দরবনের বিভিন্ন ব্লকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ৭0, জন যুবক যুবতী পুরুষ মহিলা বৃদ্ধ-বৃদ্ধা পরিবারের হাতে ফিরিয়ে দিয়েছে হ্যাম রেডিও।