হ্যালোউইন পার্টিতে এলোপাথাড়ি গুলিবৃষ্টি , মৃত এক । গতকাল ছিল হ্যালোউইন। অদ্ভুতুড়ে সাজে পার্টি করার দিন। এমনই এক পার্টিতে চলল গুলি, তাতে মৃত্যু হয়েছে একজনের, আহত ন’জন। আমেরিকার ঘটনা। কয়েক বছর ধরে মার্কিন মুলুকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুটহাট আক্রমণ একটা ‘ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে।
টেক্সাসের টেক্সারকানা এলাকায় চলছিল বিশাল হ্যালোউইন পার্টি। প্রায় ২০০ লোক সেখানে আনন্দ উৎসব করছিলেন। কিউনটে ম্যাকেলরয় নামে মাত্র ২১ বছর বয়সি এক তরুণ সেখানে উপস্থিত হয় এবং এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।
এতে মৃত্যু হয় এক ২০ বছর বয়সি তরুণের। আহত হন আরও ন’জন। তাঁদের অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেক্সারকানা পুলিশ জানিয়েছে, ওই ন’জনের আঘাত প্রাণঘাতী নয়।
গুলি চালিয়ে প্রথমে এলাকা থেকে সরে পড়লেও পরে নিজেই ধরা দেয় ম্যাকেলরয়। ততক্ষণে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছিল।
আর ও পড়ুন তিন ছিনতাইকারিকে ধরে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসীরা
পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করে তার খোঁজ নিচ্ছিল পুলিশ। এর মধ্যেই থানায় এসে ধরা দেয় সে। প্রসঙ্গত, ডালাস থেকে ২৯০ পূর্ব দিকে টেক্সাস-আরকানসাস সীমান্তে অবস্থিত টেক্সারকানা।
উল্লেখ্য,হ্যালোউইন পার্টিতে এলোপাথাড়ি গুলিবৃষ্টি , মৃত এক । গতকাল ছিল হ্যালোউইন। অদ্ভুতুড়ে সাজে পার্টি করার দিন। এমনই এক পার্টিতে চলল গুলি, তাতে মৃত্যু হয়েছে একজনের, আহত ন’জন। আমেরিকার ঘটনা। কয়েক বছর ধরে মার্কিন মুলুকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুটহাট আক্রমণ একটা ‘ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে।টেক্সাসের টেক্সারকানা এলাকায় চলছিল বিশাল হ্যালোউইন পার্টি। প্রায় ২০০ লোক সেখানে আনন্দ উৎসব করছিলেন।
কিউনটে ম্যাকেলরয় নামে মাত্র ২১ বছর বয়সি এক তরুণ সেখানে উপস্থিত হয় এবং এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে মৃত্যু হয় এক ২০ বছর বয়সি তরুণের। আহত হন আরও ন’জন। তাঁদের অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেক্সারকানা পুলিশ জানিয়েছে, ওই ন’জনের আঘাত প্রাণঘাতী নয়। গুলি চালিয়ে প্রথমে এলাকা থেকে সরে পড়লেও পরে নিজেই ধরা দেয় ম্যাকেলরয়। ততক্ষণে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছিল।