নিজস্ব সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদে জাল নোট পাচারে গ্রেপ্তার ১। সোমবার রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ফেরিঘাট থেকে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৩২হাজার টাকার জাল নোট উদ্ধার করে। জাল নোট পাচারের অভিযোগে কবিরুল সেখ নামে ওই জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়।
মঙ্গলবার ধৃত জালনোট পাচারকারীকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে কোর্টে তোলা হয় । এই ঘটনার সাথে আর কোনো বড় চক্র জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।