১লা সেপ্টেম্বর পুলিশ দিবস, সারা রাজ্যের সাথে বাঁকুড়ায়ও পালিত হল এই দিবস

১লা সেপ্টেম্বর পুলিশ দিবস, সারা রাজ্যের সাথে বাঁকুড়ায়ও পালিত হল এই দিবস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১লা সেপ্টেম্বর পুলিশ দিবস । বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার সমস্ত থানায় পুলিশ দিবস পালিত হয়। জঙ্গলমহল এর সিমলাপাল থানায় রাস্তায় হেলমেট বিহীন বাইকে বাচ্চাদের হেলমেট পরিয়ে সঙ্গে চকলেট দিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন এদিকে রায়পুর থানায় কুচকাওয়াজ ও প্যারেডের মধ্য দিয়ে পুলিশ দিবস পালন করা হয় । সারেঙ্গা থানাও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ দিবস পালিত হয় ।

 

এর মধ্যে উল্লেখযোগ্য হল সেভ ড্রাই সেভ লাইফ । কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা সর্বার্থ সাধক উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা দের নিয়ে সারেঙ্গা থানার পুলিশ প্রশাসন একটি মিছিল করে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতনতা করেন । এই মিছিল কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা সর্বার্থ সাধক উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে পি মোড় বাজার পরিক্রমা করে শেষ হয় । স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র শুভম পোই ও ছাত্রী সম্পা সনগিরি পুলিশ দিবসে সমস্ত পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানায় ও সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আলোচনা করে সাধারণ মানুষকে সচেতনতা করে ।

আরও পড়ুন – বিজেপি করায় ব্যবসায়ীদের দোকান বন্ধের হুমকি!

এছাড়াও স্কুলের শিক্ষক সন্দীপ সিনহা পুলিশ দিবসে সমস্ত পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানান ও সাধারণ মানুষের পাশে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা করেন পুলিশ প্রশাসন সর্বদাই মানুষের পাশে আছেন । তিনি সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও সাধারণ মানুসের সামনে আলোচনা করেন । এছাড়াও অনুষ্ঠানে সারেঙ্গা থানার পুলিশ আধিকারিক সুজিত ভট্টাচার্য সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিস্তারিতভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন । এই অনুষ্ঠানে উপস্থিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও সারেঙ্গা থানার পুলিশ প্রশাসন । ১লা সেপ্টেম্বর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top