১০০অধিক বয়সে মৃত ঠাকুরদার শেষ যাত্রার দিনে বাজনা

১০০অধিক বয়সে মৃত ঠাকুরদার শেষ যাত্রার দিনে বাজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০০অধিক বয়সে মৃত ঠাকুরদার শেষ যাত্রার দিনে বাজনা। ১০০ বছর অতিক্রান্ত মৃত ঠাকুরদার শেষ যাত্রার দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে শ্মশান যাত্রা করলেন নাতি নাতনি ও আত্মীয়রা। জানা গেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার চুয়াগরি গ্রামের বাসিন্দা তুঙ্কল সিংহ বয়স আনুমানিক ১১৫ বছর। বুধবার ভোর বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে নাতি নাতনিদের বলে যান শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় যাতে ব্যান্ড পার্টি বাজনা করা হয়। সেই মতো করে খুজালু গছ শ্মশান ঘাটে ঠাকুরদার মৃতদেহ ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে নাতি নাতনি, পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা নিয়ে যান। মৃত তুঙ্কল সিংহের নাতি মুক্তারাম সিংহ জানান, মৃত্যুর আগে তার ঠাকুরদা বলে গেছেন তার মৃত্যুতে যেন কেউ দুঃখ না পায়,এবং শেষ যাত্রায় ব্যান্ড পার্টি বাজনা করা হয়। তাই শেষ ইচ্ছে অনুযায়ী ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন – মহাসমারোহে শুরু হল অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা

উল্লেখ্য, ১০০ বছর অতিক্রান্ত মৃত ঠাকুরদার শেষ যাত্রার দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে শ্মশান যাত্রা করলেন নাতি নাতনি ও আত্মীয়রা। জানা গেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার চুয়াগরি গ্রামের বাসিন্দা তুঙ্কল সিংহ বয়স আনুমানিক ১১৫ বছর। বুধবার ভোর বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে নাতি নাতনিদের বলে যান শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় যাতে ব্যান্ড পার্টি বাজনা করা হয়।

 

সেই মতো করে খুজালু গছ শ্মশান ঘাটে ঠাকুরদার মৃতদেহ ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে নাতি নাতনি, পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা নিয়ে যান। মৃত তুঙ্কল সিংহের নাতি মুক্তারাম সিংহ জানান, মৃত্যুর আগে তার ঠাকুরদা বলে গেছেন তার মৃত্যুতে যেন কেউ দুঃখ না পায়,এবং শেষ যাত্রায় ব্যান্ড পার্টি বাজনা করা হয়। তাই শেষ ইচ্ছে অনুযায়ী ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top