বিনোদন – বলিউডের বহু তারকার মতোই এবার অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন বং অভিনেত্রী মৌনি রায়। মুম্বই ও বেঙ্গালুরুতে রয়েছে তাঁর রেস্তোরাঁ, যেখানে সাজসজ্জা থেকে শুরু করে পরিবেশ—সবই নজরকাড়া। কিন্তু এখানকার খাবারের দাম শুনলে চোখ কপালে উঠবে যে কারও! এক প্রতিবেদনে প্রকাশ, মৌনির রেস্তোরাঁয় খাবারের দাম এতটাই চড়া যে অনেকেরই মুখে খাবারের বদলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়।
এই রেস্তোরাঁয় মূলত ভারতীয় খাবারই পরিবেশন করা হয়। গাছপালা দিয়ে ঘেরা মনোরম সাজে পরিবেশিত হয় রাজকীয় পদ, তবে দামও রাজকীয়ই। মেনু কার্ডে চোখ রাখলেই বোঝা যায়—এখানে শাহী টুকরা ও গুলাব জামুনের দাম ৪১০ টাকা, অ্যাভোকাডো ভেলপুরি ৩৯৫ টাকা, আর মশলা মাখানো বাদাম, পাঁপড়ি চাট বা ক্রিস্পি কর্নের মতো স্টার্টারের দাম ২৯৫ টাকা। চিংড়ি মাছের পদ মিলবে ৭৯৫ টাকায়, তন্দুরি রুটি ১০৫ টাকায়, নান ১১৫ টাকায় এবং অমৃতসরি কুলচা ১৪৫ টাকায়।
মৌনি রায় জানিয়েছেন, ভারতীয় খাবার তাঁর বিশেষ পছন্দের। বিদেশে কাজের সময়ও তিনি ভারতীয় স্বাদের খোঁজ করেন। তাঁর মতে, মুম্বই ও বেঙ্গালুরুতে প্রকৃত ভারতীয় স্বাদের ভালো রেস্তোরাঁর অভাব ছিল বলেই তিনি এই উদ্যোগ নেন। ২০২৩ সালে নিজের এই রেস্তোরাঁর সূচনা করেন মৌনি।
যদিও অনেকের মতে, রেস্তোরাঁর খাবারের দাম অস্বাভাবিকভাবে বেশি, তবে নিয়মিত ক্রেতারা জানিয়েছেন—খাবারের গুণমান ও পরিবেশ অনুযায়ী দাম একেবারেই যুক্তিসঙ্গত। অভিনয় থেকে রেস্তোরাঁ ব্যবসা—সব ক্ষেত্রেই নিজের ছাপ রাখছেন এই জনপ্রিয় বলিউড নায়িকা, যাঁকে শেষ দেখা গিয়েছে ‘সালাকার’ এবং তার আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।



















