১০০ দিনের কাজ চালুর রায়ে স্বস্তি রাজ্যে, এখন অপেক্ষা কেন্দ্রের অবস্থান জানার

১০০ দিনের কাজ চালুর রায়ে স্বস্তি রাজ্যে, এখন অপেক্ষা কেন্দ্রের অবস্থান জানার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – কলকাতা হাইকোর্টের রায়ের পর ১০০ দিনের কাজ প্রকল্প পুনরায় চালু নিয়ে আশাবাদী নবান্ন। তবে এখনো কেন্দ্রের সবুজ সংকেত না পাওয়ায় রাজ্য চূড়ান্ত প্রস্তুতি নিতে পারছে না। হাইকোর্টের রায়ের কপি হাতে এলেই কেন্দ্রকে চিঠি পাঠাবে রাজ্য সরকার।

চিঠিতে মূলত দুটি প্রশ্ন তোলা হবে—১ অগস্ট থেকে প্রকল্প শুরু করতে কেন্দ্রের পরিকল্পনা কী এবং ২০২৫–২৬ অর্থবর্ষে বাংলার জন্য কত শ্রম বাজেট বরাদ্দ করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তর আগেই জানিয়ে দিয়েছে, কোনওরকম গাফিলতি না রেখে প্রস্তুতি সম্পূর্ণ রাখতে তারা বদ্ধপরিকর।

তবে সংশয়ও থাকছে। কেন্দ্র হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন বা সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে পারে বলে খবর। অন্যদিকে, রাজ্য সরকার যাতে কেন্দ্র কোনও একতরফা পদক্ষেপ নিতে না পারে, তার জন্য কেভিয়েট দাখিলের পরিকল্পনা করছে সুপ্রিম কোর্টে।

এছাড়াও মনরেগা আইনের ২৭ নম্বর ধারা বাংলায় কার্যকর থাকায় শ্রমদিবস বরাদ্দ নিশ্চিত করতে সেই ধারা প্রত্যাহার করা জরুরি বলে মনে করছে নবান্ন। সেই প্রশ্নও চিঠিতে উল্লেখ করা হবে। চলতি অর্থবর্ষের দুই মাস ইতিমধ্যেই পার হয়েছে, অথচ রাজ্যকে ডাকা হয়নি এক্সিকিউটিভ কমিটির বৈঠকে। তাই রাজ্য কেন্দ্রে জানতে চাইছে—অর্থ বরাদ্দ কবে এবং বকেয়া অর্থ মেটানোর দৃষ্টিভঙ্গি কী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top