নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৪ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার নবাবগঞ্জ এলাকা থেকে একটি মটর বাইকে ১০০ বতল ফেনসিডিল সহ এক ব্যাক্তিকে আটক করল ইসলামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় আটক ব্যাক্তির নাম অরুণ মণ্ডল এবং তার বাড়ি রানিনগর এলাকায়। পুলিশের অনুমান এই গুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি ঘটার পর কে বা কারা এর সঙ্গে জড়িত আছে তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।