কলকাতা – কলকাতা লিগের ডার্বিতে পরাজয়ের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের গ্রুপ বি-র ম্যাচে মহমেডান স্পোর্টিংকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন দলের জয়ের মূল স্থপতি ছিলেন লিস্টন কোলাসো, যিনি দুটি গোল করার পাশাপাশি একটি গোলের সহায়তা করেন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল মোহনবাগান। ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে মহমেডান স্পোর্টিং। তার ফলেই ম্যাচের ২২ মিনিটে ফ্রি-কিক থেকে প্রথম গোল করেন লিস্টন। গোল খাওয়ার পর মহমেডান পাল্টা আক্রমণের চেষ্টা করলেও প্রথমার্ধে আর গোল হয়নি। তবে বিরতির ঠিক আগে (৪৩ মিনিটে) অযথা প্রতিপক্ষকে ফাউল ও রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন লালেংমাউইয়া রালতে (আপুইয়া)। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েই খেলতে হয় মোহনবাগানকে।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে মহমেডান। ৫০ মিনিটে অ্যাশলে অ্যালবান কোলির গোলে সমতা ফেরায় সাদা-কালো ব্রিগেড। কিন্তু গোল খেয়ে ভেঙে পড়েনি মোহনবাগান। বরং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬২ মিনিটে মাঝমাঠ থেকে দুর্দান্ত দৌড়ে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে সুহেল ভাটকে বল বাড়ান লিস্টন। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও রিবাউন্ডে গোল করে দলকে আবার এগিয়ে দেন সুহেল।
এরপর গোলের আরও কিছু সুযোগ নষ্ট করেন সুহেল ও মহমেডানের ফুটবলাররা। গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত সেভ করেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে বক্সের মধ্যে লিস্টনকে ফাউল করেন দীনেশ মেইতেই, ফলে পেনাল্টি পায় মোহনবাগান। সেখান থেকে লিস্টন কোলাসো গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন।
