
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১০ ফেব্রুয়ারি, রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া শিশুর পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় এক মহিলা জঙ্গলে ছাগলের জন্য গাছের পাতা কাটতে গিয়ে ওই নিখোঁজ শিশুর দেহটি দেখতে পায়। প্রসঙ্গত, জানা যায় গত মাসের ৩০ তারিখ রানীগঞ্জ মঙ্গলপুর স্কুল পাড়ার একটি ছোট শিশু নাম- সঞ্জয় তাঁতি (বয়স দু’বছর) দুপুরে খেলছিল।সেই সময় স্থানীয় এক যুবক ফাগু তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। তারপর থেকে ওই শিশুটির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়দের অভিযোগ, সেদিনই স্থানীয়রা অভিযুক্ত যুবক ফাগুকে চেপে ধরলে সে জানায় নিখোঁজ সঞ্জয় তাঁতি জঙ্গলে ঘুমিয়ে আছে।এরপর গ্রামবাসীরা তাকে নিয়ে জঙ্গলে গেলে সেখানে সঞ্জয় তাঁতির রক্তমাখা জামা প্যান্ট দেখতে পায়। কিন্তু সঞ্জয় তাঁতির কোন খোঁজ পাওয়া যায়নি।পুলিশ কুকুর এনে এবং ড্রোন ক্যামেরার সাহায্যে তল্লাশি চালিয়েও কোনও খোঁজ পায়নি।অভিযুক্ত যুবক ফাগু বাউরিকে দু’দফায় ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনা স্বীকার করলেও নির্দিষ্ট কোন জায়গায় ওই বাচ্চাটিকে ফেলে রাখা হয়েছে সেটা জানানো হয়নি। আজ সকালে স্থানীয় এক মহিলা জঙ্গল দিকে গিয়ে ওই শিশুর দেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে আমড়াসোতা ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।



















