১০ দিন ব্যাপী শুরু হচ্ছে কোন্নগরের বইমেলা। আগামী ১৪ই জানুয়ারি থেকে ১০ দিন ব্যাপী শুরু হচ্ছে কোন্নগরের ঐতিহ্য বাহী বইমেলা। স্থানীয় কালিতলা ময়দানে এই মেলা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোন্নগরের পুর প্রধান স্বপন দাস। কোন্নগরের পুর প্রধান স্বপন দাস বলেন,এ বছর স্বাধীনতার পচাত্তর বছর পূর্তি উৎসব সেই কথা মাথায় রেখে আমাদের এবারের মেলার থিম করা হচ্ছে।সমস্ত স্বাধীনতার সংগ্রামী আমাদের এই দেশকে মুক্ত, করেছেন স্বাধীন করেছেন, তাদের স্মৃতিতে স্বাধীনতা সংগ্রামীদের স্বরণে তৈরি করা হবে বেশ কিছু তোরণ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বপন বাবু বলেন,আমরা বইমেলায় জোর দিচ্ছি যাতে নতুন নতুন বইয়ের সম্ভার এখানে আসে। কারণ ডিজিটাল যুগে অনেক ক্ষেত্রে বই এর আকর্ষণ অনেক কমে যাচ্ছে,যাতে বইয়ের প্রতি আগ্রহ জন্মায় বউয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার জন্য আমরা এবারের বিভিন্ন নামি দামি প্রকাশন সংস্থার স্টল নিয়ে আসছি।
আরও পড়ুন – বিশ্বজুড়ে পুরুষের শুক্রাণুর হার কমেছে, সন্তান জন্মদানে সংকটে পড়তে পারে মানবজাতি : গবেষণা
এছাড়াও প্রতিদিন এই মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বিভিন্ন শিল্পী সাহিত্যিক গুণীজনদের নিয়ে নানা অনুষ্ঠান ,থাকবে আলোচনা সভা এবং বক্তৃতা ।বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা তিন দিন এখানে একটা পাখির মেলার আয়োজন করছি। সেখানে দেশ-বিদেশের নানা জানা-অজানা পাখির প্রদর্শন থাকবে যাতে ।কচিকাঁচারা এই পাখিদের সম্বন্ধে জানতে পারবে।
মেলা উদ্বোধনের দিন কোন্নগরের দুই প্রান্ত থেকে দুটি সুসজ্জিত মিছিল এসে পৌঁছবে মেলা প্রাঙ্গণে। দশ দিনব্যাপী এই মেলায় কোন প্রবেশ মূল্য থাকছে না ,সম্পূর্ণ বিনামূল্যে কোন্নগরের মানুষ এই মেলা প্রত্যক্ষ করতে পারবেন। আমরা শুধু মাত্র কোন্নগর নয় আশপাশের বিভিন্ন শহরের মানুষদের আহ্বান জানাচ্ছি আপনারা আসুন কোন্নগরের এই ঐতিহ্য পন্ডিত বইমেলায় অংশ নি ন এবং বই কিনুন।।