নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনা,১লা আগস্ট :১১৭ নং জাতীয় সড়ক ধস নেমে হুগলী নদীতে চলে যাওয়ায় রিতি মত আতঙ্কিত ডায়মন্ড হারবার শহরবাসী।
জানা যায়, দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হুগলী নদীপাড়ের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিলো কয়েক মাস আগে। প্রথমে প্রায় ১২০ মিটার জায়গায় এই কাজ শুরু হয়।
এদিন সকালে হঠাৎই নদীর পাড় সংলগ্ন ১১৭ নং জাতীয় সড়কের ৫০ মিটার রাস্তা ধস নেমে নদী গর্ভে চলে যায়। দুর্ঘটনার ফলে কোন প্রান হানি না ঘটলেও বড় সড় বিপদের সম্মুখিন হতে পারে ডায়মন্ড হারবার বাসী।
কলকাতা থেকে নামখানা,বকখালি কাকদ্বীপ সাগরে যাওয়ার প্রধান রাস্তা এই ১১৭ নং জাতীয় সড়ক।
আর এই রাস্তা ধসে নদীতে চলে যাওয়ায় বন্ধ সড়ক পথের পরিবহন পরিষেবা।ঘটনার পরই ঘটনাস্থলে এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কর্তারা পৌছোয়।ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিধায়ক দিপক হালদার, মহকুমা শাসক কৌশিক সাহা। তবে প্রশাসনের পক্ষ থেকে সুনিশ্চিত করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় খুবই দ্রুত কাজ করা হবে। তবে এখন জাতীয় সড়কে বন্ধ থাকবে যান চলাচল।