রাজ্য – আগামী ১২ অক্টোবর, রবিবার রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। পাতালরেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি রবিবার ব্লু লাইনে সাধারণত ১৩০টি মেট্রো চলাচল করে। তবে এই বিশেষ দিনে আরও ৮টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। গ্রিন লাইনে চলাচলকারী যাত্রীরাও এই অতিরিক্ত পরিষেবার সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেষ পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন না হলেও, প্রথম মেট্রো চলার সময় এগিয়ে আনা হয়েছে। আগামী রবিবার সকাল ৯টার বদলে নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে যথাক্রমে সকাল ৭টা ও ৭টা বেজে ৪ মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে। এছাড়া সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটের প্রথম পরিষেবা মিলবে।
অন্যদিকে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটেও বাড়তি মেট্রো চলবে। সাধারণত প্রতি রবিবার এই রুটে ১০৪টি মেট্রো চলাচল করে, কিন্তু ১২ অক্টোবর চলবে ১১২টি। সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী এবং সকাল ৭টা বেজে ২ মিনিটে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে।
এই বিশেষ উদ্যোগের ফলে পরীক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন বলে মনে করা হচ্ছে।
