রাজ্য – নারী ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৩ সালের ১৪ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কন্যাশ্রী প্রকল্প। এক যুগ পেরিয়ে বৃহস্পতিবার প্রকল্পের ১২তম বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন— “আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব, সারা দেশ এবং সারা বাংলার সব কন্যাশ্রীদের অভিনন্দন।”
মমতার দাবি, এত কম সময়ে এত বড় প্রভাব আর কোনও সরকারি প্রকল্প ফেলতে পারেনি। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী, ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে জিতেছে ইউনাইটেড নেশনস পুরস্কার।
এখন পর্যন্ত রাজ্যের ৯৩ লক্ষের বেশি ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছে এবং তাঁদের হাতে পৌঁছেছে প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা। মেয়েদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “জীবনে বড় হও, দেশের ও রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ববাংলা গড়বে।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই দিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, যাতে লেখা ছিল— “আমি কন্যাশ্রী, আমি ভবিষ্যতের অনন্যা।”
