এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়িয়ে দিল উবের

এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়িয়ে দিল উবের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়িয়ে দিল উবের! সম্প্রতি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি কে কেন্দ্র করে এক লাফে ১২শতাংশ ভাড়া বাড়িয়ে দিল উবের। এই ভাড়া বাড়িয়ে গাড়ির মালিকদের কমিশন বৃদ্ধির পথে হাঁটল সংস্থা। তাদের দাবী ছিল, ” ভাড়া বাড়লে এসি চালানো হবে”- আর সে জন্যই উবের সংস্থা , এই পদক্ষেপ গ্রহণ করেছে।কিন্তু, সূত্রের খবর উবের কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে রাজ্য সরকার ভাল ভাবে গ্রহণ করেনি বলেই জানা গেছে।

 

এ বিষয়টি জানিয়েছেন খোদ পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ আর তাই এবার ওলা- উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবার ভাড়া নিয়ন্ত্রণে রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনেই নতুন আইন আনবে বলেও আগাম বার্তা দিয়েছেন পরিবহণমন্ত্রী৷ এছাড়াও,এই ভাড়া বৃদ্ধি নিয়ে আগামী বুধবার উবেরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করবেন বলে জানা গেছে৷
প্রসঙ্গত,পেট্রোল ডিজেলের দাম বাড়ার পর ওলা- উবেরে উঠলেও এসি চালাচ্ছিলেন না চালকরা৷ আর তাই নিয়ে প্রত্যহই চালক এবং যাত্রীদের মধ্যে ঝামেলা হচ্ছিল।

আর ও পড়ুন   সল্টলেকের গেস্ট হাউসে নিয়ে এসে তরুণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সংস্থার কাছেও অগুনতি অভিযোগ জমা পড়ছিল।জানা গেছে এমনিতেই উবেরে উঠলেই বর্তমানে চল্লিশ টাকা ভাড়া দিতে হয় যাত্রীকে৷ এখন আবার সেই ভাড়া অপরিবর্তিত রেখেও কিলোমিটার পিছু ভাড়া বেড়েছে।এতদিন কিলোমিটার পিছু উবেরের ভাড়া ছিল ১১ টাকা ৮০ পয়সা৷ ভাড়া বৃদ্ধির পর জিএসটি যোগ করে যা গিয়ে দাঁড়াচ্ছে ১৭ টাকার কাছাকাছি৷ আবার বিষয়টির উদাহরণ উবের সংস্থার তরফেই দেওয়া হয়েছে।তাদের তরফে বলা হয়েছে, আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সায়েন্স সিটি পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা যেতে লাগত ১৩৪ টাকা৷ এবার তা পড়বে ১৫০ টাকা৷ তবে,এতে করে চালকরা যাতে এসি চালান, সেই নির্দেশও দেওয়া হয়েছে সংস্থার তরফে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়িয়ে দিল উবের! সম্প্রতি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি কে কেন্দ্র করে এক লাফে ১২শতাংশ ভাড়া বাড়িয়ে দিল উবের। এই ভাড়া বাড়িয়ে গাড়ির মালিকদের কমিশন বৃদ্ধির পথে হাঁটল সংস্থা। তাদের দাবী ছিল, ” ভাড়া বাড়লে এসি চালানো হবে”- আর সে জন্যই উবের সংস্থা , এই পদক্ষেপ গ্রহণ করেছে।কিন্তু, সূত্রের খবর উবের কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে রাজ্য সরকার ভাল ভাবে গ্রহণ করেনি বলেই জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top