১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী, সফরের আগে বিজেপিতে বড় ধাক্কা

১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী, সফরের আগে বিজেপিতে বড় ধাক্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ত্রিপুরা – টানা ২৯ মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দিতে প্রথমবারের মতো রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁর সফরের আগে বড়সড় ধাক্কা খেল রাজ্যের বিজেপি শিবির। দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির তিন প্রভাবশালী নেতা।

দিল্লির এআইসিসি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন ওয়াই সুরচন্দ্র সিং, এল রাধাকিশোর সিং এবং উত্তমকুমার নিঙ্গথৌজাম। তাঁদের মধ্যে দু’জন প্রাক্তন বিধায়ক বলেও জানা গেছে। কংগ্রেসের মণিপুর ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সিং এই তিন নেতাকে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।

কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, মণিপুরের চলমান সংকট মোকাবিলায় বিজেপি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস, কেবল কংগ্রেসই রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। সেই কারণেই এই তিন প্রভাবশালী নেতা দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর মণিপুর সফরের ঠিক আগে এই ঘটনা রাজ্যের বিজেপির জন্য নিঃসন্দেহে বড় রাজনৈতিক ধাক্কা। এখন নজর থাকছে, মোদীর সফরের সময় তিনি রাজ্যের অস্থির পরিস্থিতি ও দলীয় সংকট নিয়ে কী বার্তা দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top