১৪ বছরেই ক্রিকেট-তারকা বৈভব সূর্যবংশী ,পড়াশোনার সঙ্গে পাল্লা দিয়ে আইপিএল-এ!

১৪ বছরেই ক্রিকেট-তারকা বৈভব সূর্যবংশী ,পড়াশোনার সঙ্গে পাল্লা দিয়ে আইপিএল-এ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – মাত্র ১৪ বছর বয়সে ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৫ বলে শতরান করে তিনি বিশ্বক্রিকেটের মনোযোগ কাড়েন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৯.৪৫ এবং পাঁচ ম্যাচে করেছেন ১৫৫ রান, যার গড় ৩১.০০। ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলে এই কীর্তি গড়ার পর থেকেই বৈভব হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের আলোচনার কেন্দ্রে।



কিন্তু শুধু ক্রিকেট নয়, বৈভবের ব্যক্তিগত জীবন ও পড়াশোনার দিকটিও সমান আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। বিহারের সমস্তীপুর জেলার তাজপুর গ্রামের এই প্রতিভাবান কিশোর বর্তমানে স্থানীয় ড. মুক্তেশ্বর সিনহা মোডেস্টি স্কুলে দশম শ্রেণিতে পড়ছেন। সম্প্রতি কিছু ভুয়ো গুজব রটে যায় যে তিনি দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ফেল করেছেন। তবে বাস্তব হল, বৈভব এই বছরই দশম শ্রেণিতে ভর্তি হয়েছেন এবং ২০২৬ সালে বোর্ড পরীক্ষা দেবেন।তাঁর বাবা সঞ্জীব সূর্যবংশী জানিয়েছেন, বৈভব প্রতিদিন ভোরে উঠে প্রথমে টিউশন ক্লাসে যান, তারপরে ক্রিকেট অনুশীলন করেন। স্কুলের ভর্তি ফি মাত্র ৫,০০০ টাকা, তবে মাসিক ফি ক্লাস ও সুবিধাভেদে নির্ধারিত হয়। পড়াশোনার প্রতি দায়িত্বশীল মনোভাব বজায় রেখেও ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছেন বৈভব, কারণ তাঁর মূল লক্ষ্য দেশের হয়ে খেলা।রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫-এর নিলামে তাঁকে ১.১ কোটি টাকায় দলে নিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top