বিনোদন – বাংলা ছবির জগতে সুপারস্টারদের তালিকায় জিৎ নামটি থাকবেই প্রথম সারিতে। বহু বছর ধরে তিনি সিলভার স্ক্রিনে রাজত্ব করলেও তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে আড়ালে। বিশেষ করে স্ত্রী মোহনা মদনানি ছিলেন সম্পূর্ণ বিনোদন দুনিয়ার বাইরে। একসময়ের পেশায় শিক্ষিকা মোহনা দীর্ঘ দিন ধরে ঘর-সংসারই সামলে এসেছেন। সেই মোহনাই বিয়ের চোদ্দ বছর পর প্রথমবার শিল্পীসত্তার নতুন দিগন্তে পা রাখলেন— গায়িকা হিসেবে।
এতদিন কেউ জানতেই পারেননি, মোহনাভর্তি লুকিয়ে ছিল এক সুরের ভুবন। জিৎ-স্ত্রী যে এমন মধুর কণ্ঠের অধিকারিণী, তা প্রকাশ পেল আচমকাই। নিজের প্রথম রেকর্ডিংয়ের জন্য তিনি বেছে নিলেন ভক্তির পথ। রেকর্ড করলেন ‘ওম জয় জগদীশ হরে’— পণ্ডিত শারদা রাম ফিলাউরির সৃষ্ট উনবিংশ শতকের এই আরতি আজও ঘরে-ঘরে বেজে ওঠে ভক্তির সুরে। মোহনা জানালেন, ছোটবেলা থেকেই গানটি তাঁর হৃদয়ের খুব কাছে। তাঁর কথায়, সংগীত সবসময়ই তাঁর অন্তরের কাছে ছিল, আর এই সুযোগ যেন এক ঐশ্বরিক ডাক। নিজের কণ্ঠে এই আরতি রেকর্ড করা তাঁর কাছে এক অদ্ভুত শান্তির অভিজ্ঞতা। ব্যক্তিগত এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই এটি তাঁর কাছে বিরল সৌভাগ্য। শ্রোতারা যদি তাঁর এই শান্তি অনুভব করতে পারেন, তবেই তিনি সার্থক বোধ করবেন।
গ্রাসরুট জ্যোতি— জিৎ-এর নিজস্ব প্রযোজনা সংস্থার সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গানটি। প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে প্রশংসার ঢেউয়ে। জিৎ-ভক্তরা মুগ্ধ মোহনাকে শুনে। অনেকে আবার ইচ্ছা প্রকাশ করেছেন— জিৎ-এর পরবর্তী ছবিতে যেন নায়কের পাশাপাশি জায়গা পায় তাঁর স্ত্রীর গানও।
জিৎ-মোহনা দম্পতির কন্যা নবন্যা মাদনানিও ইতিমধ্যেই সঙ্গীতে নিজের যাত্রা শুরু করেছে। বছর খানেক আগে বোন কৃষাকে সঙ্গে নিয়ে ‘ক্রিসমাস ইভ’ গানটি রেকর্ড করেছিল সে। নবন্যার পর এবার যেন মায়েরও নিজস্ব ডানা মেলবার সময় এসে গেল। ১৪ বছরের নীরবতার পর ভক্তির সুরে সাজানো মোহনাকে নতুনভাবে আবিষ্কার করল বাংলা— যার যাত্রা শুরু হলো শান্তির আলোয় ও সুরের আঙিনায়।




















