আগামী ১৫ দিনের জন্য হাইএলার্ট জারি করা হল মাওবাদী অধ্যুষিত সমস্ত থানা এলাকায়

আগামী ১৫ দিনের জন্য হাইএলার্ট জারি করা হল মাওবাদী অধ্যুষিত সমস্ত থানা এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আগামী ১৫ দিনের জন্য হাইএলার্ট জারি করা হয়েছে জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত সমস্ত থানা এলাকায়। আগামী ১৫ দিনের জন্য সমস্ত পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে গিয়েছিলেন তাদের কে শুক্রবার নিজেদের থানায় রিপোর্টিং করতে বলা হয়েছে।

আর ও পড়ুন      বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন

পুলিশ সূত্রে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে পুলিশের কাছে রিপোর্ট এসেছে মাওবাদীরা জঙ্গলমহলের যেকোনো জায়গায় যে কোনো বড়ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। আর তার জেরেই শুক্রবার থেকে জঙ্গলমহলের প্রতিটি থানা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে । গত ৮ ই এপ্রিল বনধ এর সমর্থনে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে মাওবাদী দের ডাকা বনধ এ ব্যাপক সাড়া পড়েছিলো জঙ্গল মহলে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। এই সতর্কবার্তার পর জঙ্গল মহলে তল্লাশি, নাকা শুরু করেছে।

 

এ ব্যাপারে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হয়নি। তবে মাওবাদীদের আনাগোনা জঙ্গলমহলে বাড়ছে। যা কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা রয়েছে ।ঝাড়গ্রাম জেলার বেল পাহাড়ি এলাকায় ঝড়খন্ড সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে মাওবাদীরা রাতের অন্ধকারে আসা-যাওয়া করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি অবগত করেছে।

 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জঙ্গলমহল এলাকার প্রতিটি থানায় হাই এলার্ট জারি করেছে। যার ফলে ফের জঙ্গলমহলের আকাশে অন্ধকার এর কালো মেঘ ঘনিয়ে আসছে। 2008 সাল থেকে যেভাবে জঙ্গলমহলে মাওবাদী দাপিয়ে বেড়িয়েছিল ,সেই সময় মানুষ অসহায় ভাবে দিন কাটিয়েছিল, সেই দিনগুলির কথা আজও ভুলে যায়নি। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী মাওবাদীরা ফের বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছে । তাই জঙ্গলমহল জুড়ে পুলিশি তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

 

রাজগঞ্জের ফুলবাড়ি থেকে উদ্ধার একটি তক্ষক। শুক্রবার ফুলবাড়িতে এক ব্যক্তির ঘর তৈরি করার সময় বিরল প্রজাতির তক্ষকটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বৈকন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম গঞ্জের কর্মীরা এসে তক্ষকটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফুলবাড়ি বাজারের পাশে শম্ভু শার পাকা ঘর তৈরি করার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সেখানে ওই বন্যপ্রাণীটিকে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরা তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, তক্ষক বিরল প্রজাতির বন্যপ্রাণী। গিরগিটির মতো দেখতে হলেও আকারে বড়। তক্ষক মূলত গভীর জঙ্গলে মনোরম পরিবেশে বসবাস করে। উদ্ধার হওয়া তক্ষকটি সুস্থ রয়েছে। গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top