১৫ বছরে ‘ভীর জারা’- কেন শাহরুখের সঙ্গে অভিনয়ে অস্বস্তি হয়েছিল, জানালেন রানি

১৫ বছরে ‘ভীর জারা’- কেন শাহরুখের সঙ্গে অভিনয়ে অস্বস্তি হয়েছিল, জানালেন রানি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুম্বই, ১২ নভেম্বর, ১৫ বছরে পা দিল শাহরুখ খান-রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘ভীর-জারা‘। এদিন ছবি সম্পর্কিত অনেক অজানা কথা শোনালেন রানি।
স্মৃতির সরণি বেয়ে এদিন যশ চোপড়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রকাশ করলেন রানি। বলেন, ওনার সঙ্গে ছবি শ্যুট করাটাই একটা অন্য অভিজ্ঞতা। অন্য পরিচালকরা সাধারণত এখন মনিটরে পরীক্ষা করেন। কিন্তু, যশ চোপড়া ছিলেন ব্যতিক্রমী। উনি সর্বদা ক্যামেরাম্যানের পিছনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্রেম দেখতেন। অভিনেতাদের অভিনয় বিচার করতেন।
রানি বলেন, ‘যশ আঙ্কলের সঙ্গে যখন শ্যুট করতাম, আমি উপলব্ধি করেছি, কীভাবে অভিনেতাদের থেকে তিনি সেরাটা বের করে আনতেন। ক্যামেরার কাছে দাঁড়িয়ে উনি নিরন্তর আমাদের অভিনয়ের ওপর তীক্ষ্ণ নজর রাখতেন। উনিই একমাত্র পরিচালক যিনি সবসময় আমাদের খাওয়াতেন এবং হাসি-খুশি দেখতে চাইতেন। আমার মনে আছে, প্রতিদিন আমাদের জন্য মেনুতে আলু পরটা ও সাদা মাখন থাকত’।
যশ-পুত্র আদিত্য চোপড়া পরিচালিত ‘বীর-জারা’ ছবিতে এক পাকিস্তানি আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল রানিকে। ‘বয়স্ক’ শাহরুখ খানের কথা বলতে গিয়ে ৪১-বছর-বয়সী অভিনেত্রী বলেন, ‘বুড়ো মানুষের চরিত্রে শাহরুখকে দেখে সকলে প্রায় অবাকই হয়েছিলাম। এর আগের ছবিগুলিতে আমি ওর বিপরীতে অভিনয় করেছি। এখানে কন্যাসম চরিত্রে অভিনয় করাটা সত্যিই অস্বস্তি ছিল। বলতে দ্বিধা নেই, কিছুটা কঠিনও ছিল’। রানি আরও বলেন, শাহরুখের সঙ্গে প্রেম করা এর থেকে অনেক বেশি সহজ।  এমনও হয়েছে, ‘শটের মাঝে আমি আর শাহরুখ কোনও কিছু নিয়ে হেসেই চলেছি। তা দেখে আদি(আদিত্য চোপড়া) ও যশ আঙ্কল বিরক্তই হতেন। বলতেন, তোমরা শটে মন দাও’।
প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘বীর-জারা’। সে বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করেছিল এই ছবি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top