
১৫ August স্বাধীনতা দিবসে দেশে জায়গায় হামলার ছক কষছে জঙ্গিরা ১৫ August স্বাধীনতা দিবসে দেশে হামলার ছক কষছে জঙ্গিরা আগামী ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসে রাজধানী দিল্লি দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, সেনা ঘাঁটি, চৌকি, এমনকী বাহিনীর ওপর হামলা চালাতে পারে জঙ্গিরা। মূলত পাক মদতপুষ্ট লস্কর–এ–তইবা এবং জইশ–এ–মহম্মদই এই হামলার ছক কষছে। খবর পেয়ে কাশ্মীর থেকে দিল্লি মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। জায়গায় জায়গায় মোতায়েন হয়েছে বাহিনী।
সীমান্তে চলছে কড়া নজরদারি। রাজধানীতে ঢোকার রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং। খবর বলছে, পাক অধিকৃত কাশ্মীরে ঘাপটি মেরে রয়েছে জঙ্গিরা। যে কোনও সময় অনুপ্রবেশ করবে দেশে। তার পর চালাবে হামলা। গত কয়েক মাস বারবার জম্মুর আকাশে দেখা গিয়েছেন ড্রোন।
মনে করা হচ্ছে, এই ড্রোনের মাধ্যমেই অস্ত্র ভারতে পাঠিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পাঞ্জাব এবং জম্মু সীমান্তে বেশ কিছু ড্রোন আটক করা হয়েছে। গোয়েন্দারা মনে করছেন, আধুনিক আইইডি–র মাধ্যমে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা। সঙ্গে মেশানো হবে ২ থেকে ৩ কেজি আরডিএক্স।
আর ও পড়ুন আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ, ৩১ Aujust পর্যন্ত চলবে না ট্রেন
গোয়েন্দাদের একটি মহল মনে করছেন, অধিকৃত কাশ্মীরের কোটিলে ৬ জন লস্কর জঙ্গি ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের নেতা মহম্মদ সাদিক। যে কোনও সময় অনুপ্রবেশ করতে পারে তারা। সেনাঘাঁটিতে হামলার ছক কষছে। পাক অধিকৃত কাশ্মীরের দাতোরে আরও ৫ জিশ জঙ্গি লুকিয়ে রয়েছে। এপারে আসার সুযোগ খুঁজছে। তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ছক কষেছে। পাক অধিকৃত কাশ্মীরের তুণ্ডওয়ালা জঙ্গলে বসে রয়েছে আরও চার লস্কর জঙ্গি। তারাও সীমান্ত পেরনোর অপেক্ষা করছে। এছাড়া ছুরি, ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের এককভাবে আচমকা হামলা চালানোরও ছক কষেছে জঙ্গিদের একটি দল।