১৬ কলায় সাজচ্ছে চেতলা অগ্রণী। আজ মহালয়া। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের শুরু। ১৬ কলায় পূর্ণ চেতলা অগ্রণী। কলাগাছ দিয়ে চলছে মণ্ডপ তৈরীর কাজ। একদম শেষ মুহূর্তের কাজ চলছে মন্ডপের। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পূজো বলে পরিচিত চেতলা অগ্রণীর দুর্গাপুজো। প্রতিবারের মত এইবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃন্ময়ী মায়ের চোখ আঁকবেন এই পুজোর। তাই পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরুতেই চেতলা অগ্রণীর পুজো দিয়েই মহানগরীর পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় প্রতিবার।
১৬ কলায় পূর্ণ হয়ে মহানগরীর পুজো ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন এই চেতলা অগ্রণীর পূজো। প্রতিবারই দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। এবারও তার ব্যাতিক্রম হবে না, এমনই বিশ্বাস পুজো উদ্যোগতাদের। বিগত দু’বছর বিধি নিষেধ ছিল। অতিতের অন্যান্য বছরের মত এবছরও জাঁকজমকপূর্ণ পুজোর প্রস্তুতি নিয়েছে চেতলা অগ্রণী পুজো কমেটি। আজ অপেক্ষা, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চিন্ময়ী মায়ের ‘চক্ষু’ দানের। অধীর আগ্রহের রয়েছেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চেতলা অগ্রণী পুজো কমেটির সকলে।
উল্লেখ্য, আজ মহালয়া। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের শুরু। ১৬ কলায় পূর্ণ চেতলা অগ্রণী। কলাগাছ দিয়ে চলছে মণ্ডপ তৈরীর কাজ। একদম শেষ মুহূর্তের কাজ চলছে মন্ডপের। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পূজো বলে পরিচিত চেতলা অগ্রণীর দুর্গাপুজো। প্রতিবারের মত এইবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃন্ময়ী মায়ের চোখ আঁকবেন এই পুজোর। তাই পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরুতেই চেতলা অগ্রণীর পুজো দিয়েই মহানগরীর পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় প্রতিবার।
১৬ কলায় পূর্ণ হয়ে মহানগরীর পুজো ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন এই চেতলা অগ্রণীর পূজো। প্রতিবারই দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। এবারও তার ব্যাতিক্রম হবে না, এমনই বিশ্বাস পুজো উদ্যোগতাদের। বিগত দু’বছর বিধি নিষেধ ছিল। অতিতের অন্যান্য বছরের মত এবছরও জাঁকজমকপূর্ণ পুজোর প্রস্তুতি নিয়েছে চেতলা অগ্রণী পুজো কমেটি। আজ অপেক্ষা, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চিন্ময়ী মায়ের ‘চক্ষু’ দানের। অধীর আগ্রহের রয়েছেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চেতলা অগ্রণী পুজো কমেটির সকলে।