১৬ বছরের মেয়েকে যৌন নিগ্রহের জন্য অভিযুক্ত বাবা! চরম অমানবিক এবং ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে হাবড়া থানার মসলন্দপুরের শিমুলপুর এলাকায়। জানা গিয়েছে অভিযুক্ত বাবা দুবছর ধরে যৌন নিগ্রহ চালিয়েছে। যদিও এ ধরনের যৌন নিগ্রহের ঘটনা নতুন নয়। এর আগেও বাবার মেয়েকে নিগ্রহ করার ঘটনা সামনে এসেছে একাধিকবার। সূত্রের খবর, ৩৫ বছর বয়সী কিশোর চন্দ্র বিশ্বাস দু বছর ধরে তাঁর ১৬ বছর বয়সী মেয়েকে যৌন নিগ্রহ করছে। যখনই স্ত্রী ও মেয়ে অভিযোগ করার কথা বলত তখনই প্রাণে মেরে ফেলার হুমকি পেত স্ত্রী ও মেয়ে।
জানা গিয়েছে এই কারণের জন্যই বহুদিন ধরে চুপ ছিলেন ১৬ বছর বয়সী মেয়ে ও তাঁর মা। কিন্তু অত্যাচার সহ্য করতে না পেরে ৮ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। ওদিনই হাবড়া থানার পুলিশ গ্রেফতার করেন নির্যাতিতার বাবা কিশোরকে। কিন্তু,অভিযুক্তের দাবি মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, লিখিত বয়ানে মেয়েকে নির্যাতনের পাশাপাশি নির্যাতন নিয়ে কথা বাইরে বললে খুনের হুমকির কথাও জানিয়েছেন কিশোরবাবুর স্ত্রী।
আর ও পড়ুন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী
কিন্তু এই ঘটনা নিয়ে সামাজিক অবক্ষয়ের দিক টি যেমন প্রকট হয়ে উঠেছে তেমনই প্রশ্ন উঠছে, কেনো এমন ঘটনা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন জেলায়? নিজের মেয়েকে যৌন নিগ্রহ কি ভাবে করতে পারে বাবা? নারী যদি নিজের ঘরেই নিজের জন্মদাতার কাছে নিরাপদ না থাকতে পারে তাহলে তার নিরাপত্তা কোথায়?অন্যদিকে,লিখিত অভিযোগ দায়ের হবার পর সেই বাবার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।সোমবার নির্যাতিতা নাবালিকা ও অভিযুক্ত বাবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয় বলে জানা গিয়েছে। ১৬ বছরের