কলকাতা – ডিজিটাল যুগে আমাদের দৈনন্দিন অনেক কাজ এখন অনলাইনে হয়ে থাকে। সেটা ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকাপয়সার লেনদেন হোক বা খাবার, পোশাক অর্ডার করা—সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সম্ভব। তবে এই আর্থিক সুবিধার সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইন প্রতারণার ঝুঁকি। ফলে আবারও বিধাননগর পূর্ব থানায় একটি সাইবার প্রতারণার মামলা হয়েছে। কিন্তু কত টাকার জালিয়াতি?
আসলে এক ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা প্রতারণা করা হয়। তদন্তে জানা যায়, মূল অপরাধী বিহারের পাটনার রোহিত কুমার। পুলিশ তাকে গ্রেফতার করে বিহারের আদালতে পেশ করে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে কলকাতায় নিয়ে আসে। রোহিতের কাছ থেকে বেশ কিছু পুরনো ও নতুন মোবাইল ফোন এবং এক্সেসোরিজ বাজেয়াপ্ত করা হয়।
রোহিত কুমার ও তার সঙ্গীরা ভুয়া ব্যাঙ্ক কর্মী হয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করছিল। তারা ডিজিটাল প্রতারণার মাধ্যমে মানুষের বিশ্বাস নিয়ে তাদের আর্থিক তথ্য চুরি করছিল। পুলিশ তদন্ত শুরু করে রোহিতকে বিহারের পাটনা থেকে গ্রেফতার করে।
এই ঘটনা নিয়ে তদন্ত চলছে, এবং আজ রোহিতকে বিধাননগর আদালতে পেশ করা হবে। তদন্তকারীরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এবং অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
