অবশেষে ১৭ বছর পর বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে খোলাখুলি কথা বললেন সারা আলি খান। বলিউডের অন্যতম মডার্ন ফ্যামিলির উদাহরণে সবার প্রথমেই নাম আসে সইফ আলি খান পরিবারের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে এই পরিবার একশো তে একশো। সোশাল মিডিয়ায় নিত্যনতুন দিনেই এই পরিবারের সদস্যদের পোস্ট দেখা যায়। সইফ- করিনার বিয়েতেও উপস্থিত ছিলেন সইফের প্রথম পক্ষের মেয়ে সারা। বাবার সঙ্গে বেশ ভালোই সম্পর্ক মেয়ের।
প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতাকে বিয়ে করেছিলেন তিনি। বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও সমস্যা নেই তাদের। সইফ-অমৃতার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় ১৭ বছর। তবে অবশেষে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা আলি খান।
সম্প্রতি ভুট এর অরিজিনাল ফিট আপ উইথ দ্য স্টার্স এর ৩ নম্বর সিজনে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে কথবার্তা বললেন সারা। সারা জানান, ” আসলে বিষয়টা খুবই সহত। আপনার হাতে দুটো অপশন আছে। এক, অসুখী হয়েও দুজনে এক ছাদের তলায় থাকুন m দুই, দুজনে আলাদা বাড়িতে নিজেদের মত করে সুখী থাকুন। তাহলে পরে গিয়ে দুজনের যখন দেখাও হবে, তখনও একে অপরের প্রতি সন্মান বজায় থাকবে। আমি আমার মা ভাইয়ের সঙ্গে থাকি, মা আমার খুব ভালো বন্ধু। বাবার সঙ্গেও আমার ভালো বন্ধুত্ব। ফোন করলেই বাবাকে পাই। মন চাইলে বাবার কাছে গিয়ে থেকেও আসি। আমার মনে হয়, বাবা মা এক সঙ্গে সুখী যখন ছিলেন না, তখন আলাদা থাকাটাই সঠিক সিদ্ধান্ত।”