হাওড়া – সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ জানুয়ারি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই এই ট্রেনের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ১৭ জানুয়ারি মালদহে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার পরের দিন হাওড়ায় বন্দে ভারত স্লিপার উদ্বোধনের পাশাপাশি একটি রাজনৈতিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
হাওড়া থেকে কামাখ্যা রুটে চলবে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন। পথে ট্রেনটি থামবে ব্যান্ডেল, কাটোয়া, মালদহ টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশনে। প্রায় ৯৬৬ কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র ১৪ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন।
ভাড়ার দিক থেকেও এটি একটি প্রিমিয়াম পরিষেবা। খাবার খরচ-সহ থার্ড এসি-র ভাড়া ২,৩০০ টাকা, সেকেন্ড এসি-র জন্য ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি-তে যাতায়াতের ভাড়া ৩,৬০০ টাকা নির্ধারিত হয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে এবং একসঙ্গে সর্বোচ্চ ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।
বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন হিসেবে পরিচিত। এই ট্রেন রেল পরিষেবায় গতি ও স্বাচ্ছন্দ্য দু’টিই বাড়িয়েছে। এবার সেই প্রযুক্তিতেই তৈরি হয়েছে বন্দে ভারতের স্লিপার সংস্করণ, যা দীর্ঘ দূরত্বে রাতের যাত্রার জন্য বিশেষভাবে উপযোগী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গুয়াহাটি ও কলকাতার মধ্যে এই ট্রেন চালানো হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, ১৬টি কোচের মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। ট্রেনটিতে ‘কবচ’, এমার্জেন্সি টক-ব্যাক সিস্টেমের মতো একাধিক আধুনিক সুরক্ষা ব্যবস্থা থাকবে। কয়েক দিন আগেই কোটা থেকে নাগদা সেকশনে নয়া বন্দে ভারত স্লিপারের ‘ওয়াটার টেস্ট’ করা হয়। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ট্রেন চললেও গ্লাসের জল না ছড়ানোর সেই ভিডিও সমাজমাধ্যমে নিজেই শেয়ার করেন রেলমন্ত্রী। পরীক্ষায় পুরোপুরি সফল হওয়ার পরই গুয়াহাটি–কলকাতা বন্দে ভারত স্লিপার চালুর ঘোষণা করা হয়। যদিও এখনও পর্যন্ত এই ট্রেনের নির্দিষ্ট টাইমটেবিল প্রকাশ করা হয়নি।




















