১৮ বছরের অপেক্ষার অবসান, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মা হচ্ছেন যুবতী

১৮ বছরের অপেক্ষার অবসান, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মা হচ্ছেন যুবতী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদেশ – প্রায় দুই দশকের অপেক্ষার অবসান। ১৮ বছর পর সন্তান সম্ভাবনার সুখবর পেলেন এক দম্পতি। তবে এই খুশির নেপথ্যে মূল ভূমিকা মানব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার। চিকিৎসকরা জানাচ্ছেন, স্বামীর শরীরে সন্তান ধারণের উপযুক্ত শুক্রাণু না থাকায় এতদিন মা হতে পারছিলেন না যুবতী। অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে গর্ভবতী হয়েছেন তিনি।

ঘটনাটি কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে খবর, AI নির্ভর স্টার (STAR – Sperm Track And Recovery) নামের এক প্রযুক্তি ব্যবহারে মিলেছে অভাবনীয় সাফল্য। এটি মূলত বীর্যের মধ্যে থেকে জীবিত শুক্রাণু সনাক্ত করার উচ্চপ্রযুক্তি পদ্ধতি।

চিকিৎসকদের মতে, যুবতীর স্বামী অ্যাজোস্পার্মিয়া রোগে আক্রান্ত, যার ফলে তাঁর বীর্যে প্রাকৃতিকভাবে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় শুক্রাণু অনুপস্থিত ছিল। বহু বছর ধরে নানা রকম আইভিএফ ও উন্নত চিকিৎসা পদ্ধতিও ব্যর্থ হয়। তবে STAR টুলের মাধ্যমে AI প্রযুক্তি জীবিত শুক্রাণু খুঁজে বের করে, যা পরে সফলভাবে ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই AI প্রযুক্তি প্রথমে বীর্যের বিভিন্ন উপাদান আলাদা করে। এরপর হাইস্পিড ইমেজিং সিস্টেম ব্যবহার করে ছবি তোলে ও মেশিন লার্নিং অ্যালগরিদম সেইসব বিশ্লেষণ করে জীবিত শুক্রাণু চিহ্নিত করে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয় অত্যন্ত দ্রুততার সঙ্গে।

এই অভিনব প্রযুক্তির সাফল্যে খুশি চিকিৎসক থেকে দম্পতি— সকলেই। চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতি ভবিষ্যতে অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে বড় সম্ভাবনার দিক খুলে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top