১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দৃশ্য দেখা যাবে ধূপগুড়িতে

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দৃশ্য দেখা যাবে ধূপগুড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দৃশ্য দেখা যাবে ধূপগুড়িতে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দৃশ্য নিয়ে এবার কালি পূজার থিম ধূপগুড়ি শান্তি সংঘের। যার নাম দেওয়া হয়েছে “ভাগের মা”। আজ থেকে ঠিক ৫০ বছর আগের ভারত ও বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের এলাকার দৃশ্য তুলে ধরা হবে। যে দৃশ্যগুলি দেখলে বয়োজ্যেষ্ঠদের মনে পড়ে যাবে মুক্তিযুদ্ধের কথা।

 

৬৪ তম বর্ষে ধূপগুড়ি শান্তি সংঘের এই থিম দর্শনার্থীদের মন কাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। উল্লেখ্য উত্তরবঙ্গের বিগ বাজেটের শ্যামা পূজা কমিটিগুলির মধ্যে অন্যতম ধূপগুড়ি শান্তি সংঘ। প্রতিবছর শ্যামা পূজায় চমক দিয়ে থাকে এই শান্তি সংঘ। রবিবার ধূপগুড়ি শহরে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে পূজা মন্ডপের খুঁটিপূজা করা হয়। মন্ডপের পাশাপাশি চমক থাকবে আলোকসজ্জা ও প্রতিমাতেও। এছাড়াও শ্যামা পূজা উৎসবের উদ্বোধন এবং বিসর্জন উপলক্ষে অনুষ্ঠান করা হবে।

 

পাশাপাশি বিজয়া দশমীর দিন মাল নদীতে হড়পা বানের সময় নদীতে ঝাঁপিয়ে পড়ে যারা অন্যের জীবন বাঁচিয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও ক্লাব সূত্রে জানা গেছে। এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য নিতাই দত্ত,স্বপন দাস,কৃষ্ণ দাস,অমল দাস,বুবাই বল সহ অনেকে।

আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ক্লাব সম্পাদক টপ্পা দাসগুপ্ত বলেন, এবারে আমাদের ৬৪ তম উৎসব।করোনার কারণে গত দুই বছর জাঁকজমকহীন ভাবেই পুজো করতে হয়েছিলো। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক থাকলে জাঁকজমক ভাবেই পুজো হবে। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরের পরিস্থিতি টাই তুলে ধরা হবে এই মণ্ডপে। যার নাম দেওয়া হয়েছে ভাগের মা। এই পুজো সকলকের মন জয় করবে বলে আশাবাদী ক্লাব কর্তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top