পূর্ব বর্ধমান- বর্ধমানের রসুলপুর ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত দুই বন্ধু, মৃত একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।মৃত একজনের নাম সুমন দাস বয়স ৩৭বছর। মেমারি থানার আমাদপুরে তার বাড়ি কিন্তু তিনি রসুলপুরে থাকতেন।সঙ্গে থাকা তার বন্ধুর নাম ও পরিচয় পাওয়া যায়নি,জানা গেছে মানকুন্ডু শ্রীরামপুর এলাকায় সে থাকতো। শনিবার দুই বন্ধু মিলে সুমন দাস নিজের চারচাকা গাড়ি করে রসুলপুরের বাইপাস ১৯ নম্বর জাতীয় সড়কে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটর ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং ঘটনায় গুরুতর জখম হয় তারা। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সুমন দাস ও তার বন্ধুকে মৃত ঘোষণা করেন।
