২কেজি ২৭৬ গ্রাম ব্রাউন সুগার সহ এক জনকে গ্রেফতার করল স্পেশাল টার্স্ক ফোর্স। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা থানার অন্তর্গত ভূজিয়াপানি এলাকার যৌথ অভিযান চালিয় এসওজি ও বাগডোগরা থানার পুলিশ। একটি স্করপিয় গাড়ীতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। ডিসিপি কনোয়ার ভূষন সিং সাংবাদিক বৈঠক করে জানান, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই প্রথম বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল।
আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি চল্লিশ লক্ষ টাকা। তিনি বলেন ধৃত চন্দন কুমার বিহারের পূর্নিয়ার সারসি এলাকার বাসিন্দা। ধৃত শিলিগুড়িতে ব্রাউন সুগার বিক্রি করার উদ্দেশ্য এসেছিল। ধৃত চন্দন কুমারের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের জন্য রিমান্ড চেয়ে ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। চন্দন কুমারের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা ও সে এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে পেল তার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।।
আরও পড়ুন – পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ মিছিল কংগ্রেসের
উল্লেখ্য, ২কেজি ২৭৬ গ্রাম ব্রাউন সুগার সহ এক জনকে গ্রেফতার করল স্পেশাল টার্স্ক ফোর্স। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা থানার অন্তর্গত ভূজিয়াপানি এলাকার যৌথ অভিযান চালিয় এসওজি ও বাগডোগরা থানার পুলিশ। একটি স্করপিয় গাড়ীতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। ডিসিপি কনোয়ার ভূষন সিং সাংবাদিক বৈঠক করে জানান, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই প্রথম বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল।
আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি চল্লিশ লক্ষ টাকা। তিনি বলেন ধৃত চন্দন কুমার বিহারের পূর্নিয়ার সারসি এলাকার বাসিন্দা। ধৃত শিলিগুড়িতে ব্রাউন সুগার বিক্রি করার উদ্দেশ্য এসেছিল। ধৃত চন্দন কুমারের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের জন্য রিমান্ড চেয়ে ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। চন্দন কুমারের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা ও সে এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে পেল তার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।।