নিজস্ব সংবাদদাতা, কলকাতা,৪ নভেম্বর,২০২০:
২দিনের সফরে আজ বাংলায় এলেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানিয়েছেন বিজেপির নেতৃত্বরা। কলকাতা বিমানবন্দরে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শঙ্কুদেব পান্ডা সহ আরো অনেকে। আগামী বিধানসভা নির্বাচনের প্রচারে ২দিনের সফরে বাংলায় এসেছেন অমিত শাহ। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ার করগাহীর এলাকায় নামবেন অমিত শাহ । সেখান থেকে ৬০ নম্বর জাতীয় সড়কের পুয়াবাগান এলাকায় যাবেন এবং সেখানে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করবেন।

পাশাপাশি, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানেও যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ১১টা ২৫ নাগাদ বাঁকুড়ার রবীন্দ্রভবনে পৌঁছাবেন অমিত শাহ। বেলা ১টা পর্যন্ত সেখানে দলীয় কর্মকর্তাদের নিয়ে দুই দফায় বৈঠক করবেন তিনি । সেক্ষেত্রে করোনা বিধি মেনে ২০০ জন বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে । এরপর বেলা ১টা নাগাদ তিনি সেখান থেকে রওনা দেবেন চতুর ডিহি গ্রামে । সেখানে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন এবং মধ্যাহ্নভোজনের পর বেলা ২টো ১৫ নাগাদ ফিরে আসবেন রবীন্দ্রভবনে । এরপর বিকেল ৩ টে থেকে সাড়ে চারটে পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিকে নিয়ে আলাদা একটি বৈঠক করার কথা রয়েছে। এবং সেখান থেকে সড়কপথে বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে পারি দেবেন বলে জানা গিয়েছে।