২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। গরমের দাবদাহে নাজেহাল অবস্থার স্বীকার পথচলতি সাধারণ মানুষের। কিন্তু যে উপায় নেই। কাজের সূত্রে তাদের যে বেরোতেই হবে। তার মধ্যে স্কুল-কলেজ খুলে যাওয়ার কারণে দুপুরের প্রখর রোদে রীতিমতো নাজেহাল অবস্থার স্বীকার ছাত্রছাত্রীরা। তাই তাদের কথা চিন্তা করে ২রা মে থেকে স্কুলে স্কুলে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মুখ্যমন্ত্রী বলেন, “বাচ্চাদের গরমে সমস্যা হচ্ছে। কষ্ট পাচ্ছে। অনেক বাচ্চার নাক দিয়ে রক্ত বেরচ্ছে। ২ মে থেকে গরমের ছুটি দিয়ে দাও।” শিক্ষা দফতরকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এই পাঁচদিন অন্তত বৃষ্টির দেখা মিলবে না, এমনটাই জানা যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম সহ ৫ জেলায় জারি থাকছে তাপপ্রবাহের সতর্কতা।
অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলায় তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও তাপপ্রবাহের মত পরিস্থিতি থাকবে বলে হাওয়া সূত্রে খবর। এই পরিস্থিতিতে অভিভাবকরা দাবি জানিয়েছেন, স্কুলগুলির সময় এগিয়ে আনার জন্য। সকালে স্কুলের জন্য। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের সরকারি, বেসরকারি- সব স্কুলের সময়সীমা কমানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। ১ ঘণ্টা কমানো হয়েছে সময়সীমা। কিন্তু যাদের দুপুরে স্কুল, তাদের কথা চিন্তা করে গরমের ছুটি এগোলো রাজ্য সরকার।
আরও পড়ুন – সার্বিকভাবে শেষ হল উচ্চমাধ্যমিক- কবে বেরোবে ফলাফল!
উল্লেখ্য, গরমের দাবদাহে নাজেহাল অবস্থার স্বীকার পথচলতি সাধারণ মানুষের। কিন্তু যে উপায় নেই। কাজের সূত্রে তাদের যে বেরোতেই হবে। তার মধ্যে স্কুল-কলেজ খুলে যাওয়ার কারণে দুপুরের প্রখর রোদে রীতিমতো নাজেহাল অবস্থার স্বীকার ছাত্রছাত্রীরা। তাই তাদের কথা চিন্তা করে ২রা মে থেকে স্কুলে স্কুলে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।