নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১৯ অক্টোবর ২০২০: আজ বেলডাঙা মিতালী হলে কর্মী সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন বহরমপুর কডিনেটর অরিত মজুমদার মজুমদার ও তৃণমূল সাংসদ আবু তাহের খান এবং বেলডাঙ্গার কডিনেটর বনোতোষ ঘোষ ।

কর্মীসভার করার মূল কারণ ছিল কর্মীদের মধ্যে সংগঠন মজবুত করতে হবে কুড়িটা বিধানসভা কেন্দ্রের কুড়িটি মমতা ব্যানার্জি করে দিতে হবে সেই লক্ষ্যেই আজ এই কর্মী সম্মেলন করা হয়েছে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে।