২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, জেনে নিন এখনই

২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, জেনে নিন এখনই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বাংলায় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি SIR (Special Intensive Revision)-এর। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি বৈঠক, বুথভিত্তিক ম্যাপিং এবং ভোটার তালিকা ঘিরে তৎপরতা দেখে অনেকেরই মত, ঘোষণাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। কমিশনের কার্যকলাপেও ইঙ্গিত মিলছে, বাংলাতেও এবার বিশেষ নিবিড় সমীক্ষার পথে হাঁটতে পারে নির্বাচন কমিশন।

যদি সত্যিই SIR হয়, তাহলে বড় ভূমিকা নিতে পারে ২০০২ সালের ভোটার তালিকা। কারণ, কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে, তাহলে বাংলাতেও শেষবারের মতো হওয়া এসআইআর—অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকাকেই ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে। তাই প্রশ্ন উঠছে—২০০২ সালের তালিকায় আপনার নাম আছে কি না, সেটা জানবেন কীভাবে? উত্তর মিলবে আপনার মুঠোফোনেই।

প্রথমেই মোবাইলে খুলে নিন গুগল। সেখানে লিখুন “2002 West Bengal Voter List”। অথবা সরাসরি ভিজিট করতে পারেন এই লিঙ্কে: ceowestbengal.nic.in/Roll_dist।

লিঙ্ক খুললে আপনার সামনে দেখা যাবে রাজ্যের সব জেলার নাম। উপরে স্পষ্ট করে লেখা থাকবে “২০০২ ভোটার তালিকা”। এবার নিজের জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিন।

ধরা যাক, আপনি কলকাতার ভোটার। প্রথমে ক্লিক করুন “Kolkata”। পরের পৃষ্ঠায় দেখবেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তালিকা। নিজের কেন্দ্রের নাম বেছে নিলে পৌঁছে যাবেন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের (booth) তালিকায়—অর্থাৎ যে স্কুল বা ভবনে আপনি ভোট দেন।

এখন সেই বুথের পাশে থাকা ‘Final Roll’ বা চূড়ান্ত তালিকা অপশনে ক্লিক করলেই খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা। সেখান থেকে সহজেই খুঁজে নিতে পারবেন নিজের নাম, পরিবারের সদস্যদের নাম, এমনকি আপনার প্রতিবেশীর নামও।

কমিশন সূত্রে খবর, এবার যদি সত্যিই SIR হয়, তাহলে এই পুরনো তালিকাই হতে পারে কমিশনের প্রধান হাতিয়ার। তাই আগেভাগেই নিজের নাম যাচাই করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top