মুম্বাই – ২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় ১৯ বছর দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বম্বে হাইকোর্ট ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে। সোমবার হাইকোর্ট জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারপক্ষ কোনো অভিযোগ প্রমাণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তদন্তে সঠিক তথ্য ও প্রমাণের অভাবে আদালত এই ১২ জনের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ খুঁজে পায়নি।
২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের শহরতলির সাতটি ট্রেন লাইনে ধারাবাহিক বিস্ফোরণে ১৮৯ জন প্রাণ হারান এবং আহত হন অন্তত ৮২৭ জন। ঘটনাটিকে সেই সময় ভারতের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে গণ্য করা হয়।
এই মামলায় ২০১৫ সালে বিশেষ আদালত ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও বাকি সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আইন অনুযায়ী, রাজ্য সরকার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাইকোর্টে আবেদন জানায় এবং অভিযুক্তরাও সাজা বাতিলের জন্য আপিল করে।
বম্বে হাইকোর্টের এই রায়ের ফলে দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলা এক জটিল মামলা অবশেষে নিষ্পত্তি পেল। এখন প্রশ্ন উঠছে, তদন্ত প্রক্রিয়া ও ন্যায়বিচারের ক্ষেত্রে এত দীর্ঘ সময় ও ভুল সিদ্ধান্তের দায়ভার কে নেবে।
