রাজ্য – ২০১৬ সালের চতুর্থ শ্রেণির শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে আদালত। ফলস্বরূপ রাজ্যের কয়েক হাজার শিক্ষক ও তাঁদের পরিবার এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এই ঘটনার নেপথ্যে রাম-বামের ষড়যন্ত্রের অভিযোগ বারবার তুলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সেই চক্রান্তের পর্দাফাঁস করল দল।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, এক অভিযুক্তের অভিযোগের ভিত্তিতেই পুরো প্যানেল বাতিল করা হয়েছিল। তবে বর্তমানে দেখা যাচ্ছে, সেই অভিযুক্ত লক্ষ্মী টুঙ্গো নিজেই একজন ‘দাগি’ প্রার্থী। সিবিআই আদালতে ‘দাগি’ প্রার্থীদের তালিকায় তাঁর নাম রয়েছে। অর্থাৎ যে নিজেই অনিয়মযুক্ত, তার মামলার ভিত্তিতে এতজনের চাকরি বাতিল করা হয়েছে। কুণাল ঘোষ বলেন, “লক্ষ্মী টুঙ্গোর জমা দেওয়া পিটিশন থেকে দেখা যাচ্ছে তাঁর বাড়ি নন্দীগ্রামে। তাহলে কি ধরে নিতে হবে বিজেপি নন্দীগ্রাম থেকে ‘দাগি’ প্রার্থীদের এনে এখানে বামেদের হাতে তুলে দিচ্ছে?”
কুণাল আরও প্রশ্ন তুলেছেন, সিপিএম ও বিজেপি কি হাত মিলিয়ে এই অনিয়ম ঘটিয়েছে? তিনি দাবি করেন, এই বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত এবং আদালতকেও পুরো বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।




















