
২২ ফেব্রুয়ারি, ক্যালেন্ডার শ্যুটে মেতে উঠেছেন বলিউডের সকল অভিনেতা অভিনেত্রীরা।সেলেব্রিটি আলোকচিত্রী ডাব্বু রত্নানি সম্প্রতি লঞ্চ করেছেন তাঁর বহু প্রতীক্ষিত ২০২০ সালের বার্ষিক ক্যালেন্ডার এবং সেই ক্যালেন্ডারে স্থান পেয়েছেন বলিউডের প্রথম সারির তারকারা।হট লুকে ধরা পড়েছে অভিনেত্রী সানি লিওনও।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিদ্যা বালন, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, অভিষেক বচ্চন সকলেই তাঁদের হট লুকের ছবিটি শেয়ার করেছেন ক্যালেন্ডার লঞ্চ হওয়ার আগের দিনেই।

২৭ বছরের কিয়ারাকেও নগ্ন অবস্থায় একটি পাতার আড়ালে থেকে পোজ দিতে দেখা যাচ্ছে।

অভিনেত্রীদের সঙ্গে অভিনেতারাও তাঁদের ফোটোশ্যুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।এবছর ডাব্বুর ক্যালেন্ডারে স্থান পেয়েছেন অনন্যা পাণ্ডে ও ভূমি পেদনেকারও।

অন্যদিকে অনন্যা রুপোলি জ্যাকেট ও নিওন শর্টস পরে ফুটবল নিয়ে পোজ দিয়েছেন।



















