নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ ডিসেম্বর, মঙ্গলবার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে ২০২০ সালের কলকাতা বইমেলা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
গত দু’বছরের মতো এবারও কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে।মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ফোলাক থিম কান্ট্রি রাশিয়া। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার কনসুলেটের কনসল অ্যালেক্সি ইদামকিন, গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে প্রমুখ। প্রতিবারের মতো এবারও বইমেলায় অংশ নেবে বাংলার পাশাপাশি জাতীয় স্তরের নানা প্রকাশনা।



















