২০২২ সালে পুরভোট হচ্ছে না হাওড়ায়। হাওড়া পুরসভার নির্বাচন চলতি বছরে ও হচ্ছে না। কারণ হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে বিচ্ছেদ করা সংক্রান্ত বিলে রাজ্যপালের সম্মতি স্বাক্ষর এ জটিলতা এখন ও কাটেনি। এছাড়াও পুরসভার ওয়ার্ড পুর্নবিন্ন্যাসের প্রক্রিয়ার কাজ এখন ও শেষ হয় নি। সেই কারণেই স্বাভাবিক ভাবেই এই বছরে হাওড়া পুরসভার নির্বাচন হবার কোনো সম্ভাবনাই নেই।
এক্ষেত্রে হাওড়া পুরসভার নির্বাচনের দু ‘ টি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথমতঃ সমস্ত প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে গেলে আগামী বৎসর ২০২৩ এর জানুয়ারি মাসে নির্বাচন হতে পারে। দ্বিতীয়তঃ জানুয়ারি মাসে সম্ভব না হলে পরীক্ষার মরশুম কাটলে (মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক) নির্বাচন হতে পারে।
হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে ২০১৮ সালের ডিসেম্বর মাসে। এরপর হাওড়া পুরসভার নির্বাচন হওয়ার কথা থাকলেও নানান জটিলতার কারণে নির্বাচন করা সম্ভব হয় নি। বর্তমানে হাওড়া পুরসভায় প্রশাসক নিয়োগ করে পুরসভার কাজকর্ম চলছে। এই সময়েই বালি পুরসভাকে হাওড়া পুরসভায় যুক্ত করে, পরবর্তী কালে পুনরায় বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ‘ নবান্ন ‘ ।২০২১ সালের ১২ নভেম্বর, রাজ্য বিধানসভায় ‘ হাওড়া পুরসভা সংশোধনী বিল পাস হয়।বালি পুরসভা ১৬ টি ওয়ার্ড নিয়ে আগের অবস্থানে ফিরে যায়। হাওড়া পুরসভায় আগের ৫০ টি ওয়ার্ডই থেকে যায়।
২০২১ সালের ১২ নভেম্বর বিধানসভায় বিল পাস হলেও সেই বিলে স্বাক্ষর করেন নি তৎকালীন রাজ্যপাল জগদীশ ধনকর। রাজ্যপাল বিলে স্বাক্ষর না করায় ওই বিল কার্যকর হয় নি। বর্তমানে রাজ্যের রাজ্যপাল লা গণেশন ও ওই বিলে স্বাক্ষর করেছেন কিনা সেই তথ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে ও নেই।
আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার
ইতিমধ্যেই হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬টি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতো ২০২২ এর সেপ্টেম্বরে হাওড়া প্রশাসন প্রস্তাবিত ৬৬টি ওয়ার্ডের খসড়া তালিকা প্রকাশ করে। সর্বদলীয় বৈঠক ডেকে ঐ তালিকা চূড়ান্ত করে প্রকাশ হবে।
রাজ্য নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, হাওড়া পুরসভার নির্বাচন করার আগে সমস্ত প্রক্রিয়া শেষ হলে নির্বাচনের দিনক্ষণ জানিয়ে প্রস্তাব পাঠাবে পুর ও নগরোন্নয়ন দপ্তর