রাজ্য- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যবাসীর মন জয় করতে ফের এক জনমুখী প্রকল্প নিয়ে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এবার নতুন প্রকল্প ‘জাগো’-র মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার।
এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ৫০০০ কোটি টাকা। প্রকল্পটির মূল লক্ষ্য, মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং তাঁদের স্বনির্ভর উদ্যোগে উৎসাহ জোগানো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বকালে মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পর ‘জাগো’ প্রকল্পও রাজ্যের নারীদের আর্থিক স্বাধীনতার পথে বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং অনগ্রসর শ্রেণির মহিলারা ১২০০ টাকা করে পান, যা ইতিমধ্যেই বহু পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছে। ‘জাগো’ প্রকল্পের ফলে মহিলারা ছোট ব্যবসা, হস্তশিল্প, বা অন্যান্য স্বনির্ভর কর্মকাণ্ডে নতুন করে উদ্যম নিয়ে নামতে পারবেন।
এই প্রকল্পে আবেদন কীভাবে করতে হবে, তার বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হবে। সরকারের আশা, এই নতুন প্রকল্প মহিলাদের স্বনির্ভরতা এবং অর্থনৈতিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করবে এবং ভোটারদের আস্থাও আরও দৃঢ় করবে।
