বিনোদন – ২০২৫ সাল শেষের পথে। নতুন বছর শুরু হওয়ার আগেই সিনেমা প্রেমীদের নজর এখন ২০২৬ সালের দিকে। প্রতি বছরের মতো আগামী বছরও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে একাধিক বড় বাজেটের ও বহু প্রতীক্ষিত ভারতীয় সিনেমা। কিছু ছবি মুক্তির বহু আগেই আলোড়ন সৃষ্টি করে, আবার কিছু ছবি মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। সিনে বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সম্প্রতি IMDb প্রকাশিত তালিকায় উঠে এসেছে আগামী বছরের সবচেয়ে প্রত্যাশিত ১০টি ভারতীয় সিনেমার নাম।
তালিকার শীর্ষে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর, যিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন। রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে। প্রায় ৪,০০০ কোটি টাকা বাজেটের এই ছবির প্রথম অংশ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে, দ্বিতীয় অংশ ২০২৭ সালে। দর্শকমহলে ছবিটি ঘিরে কৌতূহল সবচেয়ে বেশি।
দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’। ২০২৩ সালের একের পর এক ব্লকবাস্টারের পর শাহরুখ এই ছবিতে কাজ করছেন। বড় পর্দায় অভিষেক হবে তাঁর মেয়ে সুহানা খানের। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে প্রকাশিত ঝলক দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে রণবীর সিংয়ের সুপারহিট ছবি ‘ধুরন্ধর ২’। প্রথম পর্ব মাত্র ২২ দিনে বিশ্বব্যাপী ১,০০০ কোটির বেশি আয় করে ইতিহাস সৃষ্টি করেছে। বিশেষ করে অক্ষয় খান্নার খলনায়ক চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ, ঈদের দিনে।
চতুর্থ স্থানে আছে যশের ‘টক্সিক’। ‘কেজিএফ ২’-এর পর বড় পর্দায় ফিরছেন তিনি। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে কিয়ারা আদবানির উপস্থিতি আগ্রহ বাড়িয়েছে। ঈদের সময় ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে মুক্তি পাওয়ায় বড় বক্স অফিসে ঝড় তোলার সম্ভাবনা রয়েছে।
পঞ্চম স্থানে রয়েছে থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগান’, যা ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে। শোনা যাচ্ছে, এই ছবির পর বিজয় পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হবেন, ফলে উত্তেজনা আরও বেড়েছে।
ষষ্ঠ স্থানে রয়েছে প্রভাস অভিনীত ‘রাজা সাব’। ‘কল্কি ২৮৯৮ এডি’-র পর এই ছবিতে তাঁকে দেখা যাবে। সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত ও নিধি আগরওয়াল। পোঙ্গল উপলক্ষে ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে এই সিনেমা।
সপ্তম স্থানে আছে ‘টোয়েন্টি ওয়ান’। মূলত ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি করা হয়েছে। ধর্মেন্দ্র ভক্তদের জন্য এই ছবি বিশেষ তাৎপর্যপূর্ণ। মুখ্য ভূমিকায় রয়েছেন অগস্ত্য নন্দ।
অষ্টম স্থানে রয়েছে তামিল পিরিয়ড ড্রামা ‘পরশক্তি’। সুধা কোঙ্গারা পরিচালিত ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন। পোঙ্গল উপলক্ষে মুক্তি পাবে ছবিটি।
নবম স্থানে রয়েছে মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। মুক্তি নিশ্চিত হলেও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। অজয় দেবগণের হিন্দি সংস্করণের আগে মালায়ালাম ভার্সন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তালিকার দশম ও শেষ স্থানে রয়েছে ‘বর্ডার ২’। প্রায় ২৮ বছর পর ফের সৈনিকের চরিত্রে ফিরছেন সানি দেওল। সম্প্রতি প্রকাশিত টিজার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে ছবিটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি, ২০২৬।




















