দিল্লি – দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুসংহত ও প্রযুক্তিনির্ভর করতে নতুন করে তৎপর হলো ভারতের নির্বাচন কমিশন। আসন্ন একাধিক বিধানসভা নির্বাচন ও ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং তাঁদের সঙ্গী একজন অতিরিক্ত বা যুগ্ম CEO-কে জরুরি তলব করেছে কমিশন। আগামী ১০ সেপ্টেম্বর দিল্লির ড্বারকায় অবস্থিত IIDEM (India International Institute of Democracy and Election Management) ভবনে অনুষ্ঠিত হবে এই উচ্চপর্যায়ের বৈঠক।
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। কমিশনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, “উপস্থিত থাকতেই হবে, কোনো অজুহাত চলবে না।” সাধারণত এমন কড়া বার্তা খুব কমই দেওয়া হয়, যা বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। জানা গিয়েছে, কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে একটি ‘মিনিট টু মিনিট প্রোগ্রাম’ পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বৈঠকে এক মুহূর্তও অপচয় করা যাবে না। দেশজুড়ে নির্বাচনী প্রস্তুতি ও ভোটার তালিকা ব্যবস্থাপনা কীভাবে আরও কার্যকরী ও দক্ষ করা যায়, সেই বিষয়েই মূলত আলোচনা হবে।
সূত্রের খবর, IIDEM-এর পরিকাঠামো ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তির আরও সঠিক ও নিরাপদ ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায়, তা-ও আলোচনার অন্যতম বড় অংশ। এছাড়া, কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করা সম্ভব, তা নিয়ে কমিশনের পক্ষ থেকে নতুন পরিকল্পনা ও নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।
যেহেতু আগামী বছরের মধ্যেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন এবং ২০২৯ সালের আগে পরবর্তী লোকসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা, তাই কমিশনের এই জরুরি বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। বৈঠকের পর দেশের নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক নতুন পরিবর্তন আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
