
১৮ এপ্রিল, দিন দিন ক্রমশ ভয়াবহ পরিস্থিতি নিচ্ছে দেশ, করোনা সংক্রমণ রুখতে তাই ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে সরকার। কেন্দ্র আগেই জানায়, ২০ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে কিছু কিছু কাজে ছাড় দেওয়া হবে, তবে তা সংক্রমিত এলাকার ক্ষেত্রে নয়।
এবার যেসকল বিষয়ে ছাড় দেওয়া হবে সেই বিষয় নিয়ে টুইট করলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।শনিবার তিনি এসকল বিষয় সামনে আনলেন।তবে সংক্রমিত এলাকার ক্ষেত্রে এই ছাড় মিলবে না বলে স্পষ্ট জানালেন। জানা যায়, লকডাউনের মধ্যেও স্বাস্থ্য পরিষেবা সবটাই খুলে যাবে, মাছ ধরার কাজ করতে পারবেন মৎস্যজীবীরা, চা, কফি, রবার বাগানে কাজ করা যাবে, আর্থিক ক্ষেত্রের সবকিছু খোলা থাকবে পাশাপাশি সোশ্যাল সেক্টরে কাজ হবে। সোশ্যাল ডিসট্যানসিং বজায় রেখে কাজ করা যাবে, পণ্য ওঠানো নামানো করা যাবে।



















