Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
What did the United States gain what did it lose in Afghanistan in 20 years?

২০ বছরে আফগানিস্তানে ( Afganistan ) কী পেলো আর কী কি হারাল যুক্তরাষ্ট্র

২০ বছরে আফগানিস্তানে ( Afganistan ) কী পেলো আর কী কি হারাল যুক্তরাষ্ট্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Afganistan
২০ বছরে আফগানিস্তানে ( Afganistan ) কী পেলো আর কী কি হারাল যুক্তরাষ্ট্র
ছবি সংগ্রহে সাইন টিভি

 

নাইট ভিশন ক্যামেরায় তোলা একটি ছবি। যেখানে হেঁটে ( Afganistan ) আসতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। তিনি আমেরিকার এক সেনাকর্মী। ডান হাতে রাইফেল। বাঁ হাতটি ফাঁকা। এমনই ঝোলানো। আফগানিস্তানে কর্তব্যরত অবস্থায় ওই দুটি হাত এতটা নিরুদ্যম কখনও হয়েছিল কি!

 

শেষ কবে এভাবে মাথা ঝুঁকিয়ে ফিরেছেন আমেরিকার কোনো সৈন্য? উত্তর খুঁজতে বসে হাতড়ে বেড়াচ্ছে বিশ্ব।  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল এবং ব্রাউন বিশ্ববিদ্যালয় এই ক্ষয়ক্ষতির একটি হিসাব তৈরি করেছিল।

 

যার মূল বিষয় ছিল, আমেরিকা কত প্রাণের মূল্য আফগানিস্তানে( Afganistan )  দিয়েছে এবং কতটা নিয়েছে। প্রজেক্টের নাম ‘কস্ট অব ওয়ার’।অনেকে এমনও মনে করছেন, ছবিটি আমেরিকার বর্তমান অবস্থান। ২০ বছরের দীর্ঘতম যুদ্ধ শেষে যুদ্ধক্ষেত্র ছেড়ে ‘ওয়াক আউট’ করার গ্লানি সবকিছুই বুঝিয়ে দিচ্ছে এক ঝলকে। ২০ বছরে আফগানিস্তানে অনেক কিছুই হারিয়েছে আমেরিকার সেনা। আবার উল্টোটাও হয়েছে।

 

পরিসংখ্যান অবশ্য বলছে, নিজেদের ক্ষতির থেকে আমেরিকার সেনার হাতে ক্ষয়ই হয়েছে বেশি।  প্রজেক্টের তথ্য বলছে, গত ২০ বছরে আফগানিস্তানে ( Afganistan ) ছয় হাজার ৩০৭ জন আমেরিকান প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ৪৬১ জন আমেরিকার সেনা।

 

আর ও পড়ুন    তালিবান নেতার সঙ্গে কাতারে নিযুক্ত ভারতের ( India ) রাষ্ট্রদূতের বৈঠক !

 

তিন হাজার ৮৪৬ জন আমেরিকার ঠিকাদার। অন্যদিকে, ২০ বছরে নিহত তালেবানের সংখ্যা ৫১ হাজার ১৯১ জন।      তালেবান উৎখাত করতে নেমেছিল ন্যাটো বাহিনী।

 

এই ন্যাটোর সদস্য আমেরিকা ছাড়াও ব্রিটেন-সহ প্রায় ৩০টি দেশ। ২০ বছরে আমেরিকার সহযোগী ওই দেশগুলোর সৈন্যদের মধ্যে এক হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার হয়ে যুদ্ধে নামা ৬৬ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গিয়েছেন। এমনকি আপৎকালীন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিল যে সব স্বেচ্ছাসেবী সংস্থা, তাদেরও ৪৪৪ জন মারা গিয়েছেন সেনা-তালেবান সংঘর্ষে।

 

২০ বছরের দীর্ঘস্থায়ী যুদ্ধের বিভিন্ন পর্যায়ে বলি হয়েছেন বহু সাংবাদিক। তালিকায় শেষ নাম পুলিৎজার পাওয়া ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। তার মতো আরও ৭১ জন প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের পরিস্থিতির খবর করতে গিয়ে। তারা সবাই যুদ্ধক্ষেত্রে ছিলেন।

 

কিন্তু যুদ্ধক্ষেত্রে ছিলেন না এমন ৪৭ হাজার ২৪৫ জন আম আফগান জনতা মারা গিয়েছেন। যারা আফগানিস্তানে থাকার মূল্য দিয়েই চলেছেন।

 

দুই দিন আগেও বিমানবন্দরে রকেট হামলার জবাবে আমেরিকার ড্রোন হামলায় একই আফগান পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজনই শিশু এবং নাবালক। এই ১০ জন অবশ্য হার্ভার্ডের পরিসংখ্যানের বাইরে। কারণ দুই বিশ্ববিদ্যালয় শেষ গণনা করেছে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত।

 

দেশ ছাড়ার সময় বেঁধে দিয়েছিল তালেবান। ৩১ আগস্ট। ক্যালেন্ডারে সেই তারিখ ছোঁওয়ার এক মিনিট আগেই আফগানিস্তান ছেড়েছে আমেরিকার সেনা। রাতের অন্ধকারে। মাথা নিচু করে আমেরিকার শেষ সৈন্যের হেঁটে আসার দৃশ্য দেখে থমকে গিয়েছে গোটা বিশ্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top