নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৫ ই আগস্ট :শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের একবার স্বমহিমায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। আজ তাঁর ডাকে বোলপুরে হয় জেলা কমিটির মিটিং। অবশ্য গতকালই তিনি বীরভূমে পা দিয়ে নীল টি-শার্ট এবং কালো জিন্স প্যান্ট পরে স্মার্ট লুকে হাজির হয়েছিলেন বোলপুরের তৃণমূলের দলীয় অফিসে।
আজ তৃণমূলের এই কর্মীসভায় বেশ কিছু মানুষকে দলে টানলেন তিনি। আর তাঁর পরেই তাঁর আবার বীরভূম জেলার বিজেপি কর্মীদের নিজের দলে টানার। তিনি বলেন, “বীরভূম জেলার বোলপুর থেকে আরম্ভ করব, মুরারইয়ে গিয়ে শেষ করব, মুরারই থেকে আরম্ভ করব, নলহাটিতে শেষ করবো। সপ্তাহে অন্তত বিশ হাজার বিজেপি কর্মীকে তৃণমূলে জয়েন করাবো, না হলে রাজনীতি ছেড়ে দেবো।”
এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “প্রচার দেখবে কালীপূজার পর। ভয়ঙ্কর প্রচার হবে। বিজেপির লোকেরা হুরহুর করে ঢুকবে, তারা আসতে চাইছে। বীরভূম জেলা থেকে ৫০০০০ লোককে নেওয়ার টার্গেট আছে। বিজেপি কর্মীরা আসবে আমার কাছে।
“এদিনের মিটিং থেকে তিনি বিশ্বভারতী নিয়ে জানান, বিশ্বভারতীর ড্রেনের ওপর ওই সমস্ত ব্যবসায়ীরা দোকান করেছে। কাজেই বিশ্বভারতী জায়গা ওটা নয় ব্যবসায়ীদের সঙ্গে তিনি থাকবেন সবসময়।