২১শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভার আয়োজন ইটাহারে

২১শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভার আয়োজন ইটাহারে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২১শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভার আয়োজন ইটাহারে। ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে ২১শে তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা, যোগদান শিবির সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হল শনিবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় পতিরাজপুর অঞ্চলের ঝাড়কালি এলাকায় এই সভার আয়োজন করা হয়। এদিনের প্রস্তুতি সভার মধ্যদিয়ে পতিরাজপুর অঞ্চলের প্রায় দুই হাজারের বেশি কর্মী বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করে।

 

দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন সহ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। পাশাপাশি ২১শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে একটি বর্নাঢ্য মিছিলের আয়োজন করা হয় এলাকার রাস্তায়। একই সাথে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে পতিরাজপুর অঞ্চলের ৬ টি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও জেলা ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

 

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজ্যের কৃষি বিপনণ মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র, ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুন, ইটাহার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রীনা সরকার, ইটাহার ব্লক তৃণমূল নেতা মোজাফফর হুসেন, কার্তিক দাস, পলাশ রায়, কাঞ্চন সরকার, পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ সরকার সহ ইটাহার ব্লক ও পতিরাজপুর অঞ্চলের অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা।

আরও পড়ুন – আবারও পথ দূর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানীর গাড়ি

এদিন মূলত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জির ডাকে আগামী ২১শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করার ডাক দেন উপস্থিত রাজ্যের মন্ত্রী সহ বিধায়ক ও তৃণমূল নেতারা। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ও বিধায়ু মোশারফ হুসেন জানান, আজকে ইটাহারে ২১শে জুলাই শহীদ সমাবেশ সফল করতে বিরাট প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে যোগদান মেলা, মহামিছিল, স্বেচ্ছায় রক্তদান শিবির, ঢালাই রাস্তার কাজের উদ্বোধন সহ একাধিক কর্মসূচি ছিল। আজকের এই কর্মসূচিতে তৃণমূল কর্মীদের স্বতঃস্ফূর্ত ছাড়া ছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top