বিদেশ – থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ২১০০ সালের মধ্যে সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যেতে পারে—এমন ভয়ঙ্কর আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন জলবায়ু কর্মকর্তা। বর্ষাকালে শহরের নিচু এলাকা বরাবরই জলমগ্ন হয়, কিন্তু এবার জলবায়ু পরিবর্তনের গতি এমন জায়গায় পৌঁছেছে যে, পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকছে না।
জলবায়ু দপ্তরের উপ-মহাপরিচালক পাভিচ কেসাভাওং জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক উষ্ণতা ইতিমধ্যেই ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে এবং ব্যাংকক এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে না।
সম্ভব বিকল্প হিসেবে নেদারল্যান্ডসের মতো বাঁধ (ডাইক) নির্মাণের চিন্তা করা হলেও বিষয়টি যথেষ্ট জটিল। তাই রাজধানী স্থানান্তরের বিষয়টিও গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।
এই ঘটনা বিশ্বব্যাপী উপকূলবর্তী শহরগুলোর জন্য এক বড় সতর্কবার্তা, যা জলবায়ু পরিবর্তন রোধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে তুলছে।
