২১ জুলাই যানজট ঠেকাতে হাই কোর্টের কড়া নির্দেশ কলকাতা পুলিশকে

২১ জুলাই যানজট ঠেকাতে হাই কোর্টের কড়া নির্দেশ কলকাতা পুলিশকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশ ঘিরে যানজট রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা পুলিশ কমিশনারকে বলেন, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মধ্য কলকাতা ও হাই কোর্ট চত্বরে যেন কোনও যানজট না হয় তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয়, ওই দিন সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল ৯টার মধ্যে সব মিছিল থামিয়ে দিতে হবে। হাই কোর্ট চত্বর এবং আশপাশের ৫ কিলোমিটার জুড়ে নিয়ন্ত্রণে রাখতে হবে ট্র্যাফিক।

এই মামলায় তৃণমূলের সভাস্থল নিয়ে আপত্তি জানিয়েছিল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। তাঁদের দাবি, বছরের অন্য সময় ধর্মতলায় সভা করতে দেওয়া হয় না, সেখানে তৃণমূলের জন্য কেন ছাড়?

জবাবে তৃণমূলের আইনজীবী জানান, যানজট হবে এই অনুমানেই মামলা করা হয়েছে। রাজ্যের এজি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এটি, যান নিয়ন্ত্রণে সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবু বিচারপতি বলেন, যানজট হবে না বলে পুলিশকে মুচলেকা দিতে হবে। সভায় প্রায় ১০ লক্ষ লোক হবে বলে অনুমান করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কী করা হবে, সেই পরিকল্পনাও পুলিশকে আদালতে জানাতে হবে।

২১ আগস্ট কলকাতা পুলিশকে হলফনামা জমা দিতে হবে নির্দেশ কার্যকর হয়েছে কি না তা জানিয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top